বারিপাদা/বালাসোর (ওড়িশা): ওড়িশায় বিজেপি সরকার গঠন করলে, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের স্বাস্থ্যের অবস্থার 'হঠাৎ' অবনতির কারণ খুঁজে বের করার জন্য একটি কমিটি গঠন করা হবে ৷ বুধবার এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নবীনের স্বাস্থ্যের অবনতির পেছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন তিনি ।
পাঁচ দশকের ব্যবধানের পরে টানা তৃতীয় মেয়াদে কেন্দ্রে পূর্ণ সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করা হবে বলে এ দিন দাবি করেন প্রধানমন্ত্রী । ওড়িশার ময়ূরভঞ্জ এবং বালাসোর লোকসভা আসনে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "নবীনবাবুর শুভাকাঙ্ক্ষীরা তাঁর স্বাস্থ্যের অবনতি নিয়ে চিন্তিত । গত এক বছর ধরে তা আরও খারাপ হচ্ছে । এর পিছনে কি ষড়যন্ত্র আছে ? যে লবি বর্তমানে তাঁর পক্ষে পট্টনায়ক সরকার চালাচ্ছে তারাই কি এর জন্য দায়ী ?
মোদির কথায়, "যদি বিজেপি চলমান বিধানসভা নির্বাচনের পরে ওড়িশায় সরকার গঠন করে, তাহলে পট্টনায়কের স্বাস্থ্যের অবনতির কারণ খুঁজে বের করার জন্য সরকার একটি কমিটি গঠন করবে ৷ নবীন বাবুর স্বাস্থ্যের অবনতি হওয়ার রহস্য উদঘাটন করা উচিত, কারণ রাজ্যের জনগণের কারণ জানার অধিকার রয়েছে ৷"
বিজেডি নেতা ভিকে পান্ডিয়ান, যিনি তামিলনাড়ুর বাসিন্দা এবং পট্টনায়েকের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত, তাঁর একটি রেফারেন্স টেনে প্রধানমন্ত্রী বলেন, "পুরো ওড়িশা একজন ওড়িয়া মুখ্যমন্ত্রী চায় । ওড়িশার মানুষ রাজ্যে 25 বছরের বিজেডির শাসনকে সম্পূর্ণ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে ।" মোদি জোর দিয়ে বলেন যে, তাঁর শাসনকালে ভারতের অর্থনীতি গত 10 বছরে একাদশতম অবস্থান থেকে পঞ্চম অবস্থানে উঠে এসেছে ।
তিনি বলেন, "দশ বছর আগে, কেউ ভাবেনি ভারতে সন্ত্রাসবাদ বন্ধ করা যাবে কিন্তু আমরা আমাদের বড় শহরগুলিকে বিস্ফোরণ থেকে রক্ষা করে দেখিয়েছি । কেউ ভাবেননি জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরে আসবে, কিন্তু সেখানকার মানুষ এখন প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে এবং বিপুল সংখ্যক ভোট দিচ্ছে ৷" গত 10 বছরে ভারতের ক্ষেপণাস্ত্রের দক্ষতা দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং দেশ এখন ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র অন্যান্য দেশে রফতানি করছে বলে জানিয়ে মোদি বলেন, "চন্দ্রযান এমন জায়গায় পৌঁছেছে যেখানে কোনও দেশ পৌঁছয়নি ৷"