ভোটের অর্ধেক বেলা হোটেলেই কাটল শত্রুঘ্নর, স্ত্রী দিয়ে এলেন পুজো (ইটিভি ভারত) আসানসোল, 13 মে: ভোটের দিন খোশমেজাজেই কাটল আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার । সকাল থেকে দুপুর পর্যন্ত হোটেলেই থাকলেন তিনি । দুপুরের পর বেরিয়ে দুটো তিনটে বুথে গেলেন । কোথাও অল্পক্ষণের জন্য গাড়ি থেকে নামলেন, কোথাও বা আবার নামলেনই না । স্ত্রী পুনম সিনহা পুজো দিয়ে এসে মাথায় তিলক কেটে দিলেন, হাতে সুতো বেঁধে দিলেন । ভোটের কোনও উত্তেজনা দেখা গেল না শত্রুঘ্নর মুখে ।
একদিকে যখন বর্ধমান-দুর্গাপুরে দিলীপ ঘোষ ভোটগ্রহণ কেন্দ্রে গেলে তাঁর কনভয়ে হামলা চালানো হয় । অন্যদিকে ব্যতিক্রমী চিত্র আসানসোলে । আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া ভোটের দিন হোটেল থেকে বেরোলেন না । সারাদিন নিজের কন্ট্রোল রুমে বসে থেকে ভোটের আপডেট নিলেন ।
শত্রুঘ্ন সিনহাকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আরতি স্ত্রী পুনম সিনহার (নিজস্ব চিত্র) অন্যদিকে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা দুপুর পর্যন্ত হোটেলের রুমে একান্তে কাটালেন । দুপুর 12টার পর হোটেলের লবিতে এসে বসেন । মিডিয়ায় সাক্ষাতকার দেন । তারপর একবার বেরিয়ে দু-তিনটি বুথে গিয়ে খোঁজখবর নেন । তবে গাড়ি থেকে নামলেম কম ।
শত্রুঘ্নর জন্য পুজো দেন স্ত্রী পুনম সিনহা । পুজো দিয়ে এসে শত্রুঘ্নর কপালে তিলক কেটে দেন পুনম সিনহা । পাশাপাশি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আরতি করেন । সুতো বেঁধে দেন শত্রুঘ্নের হাতে । শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা বলেন, "পুজোর মনোবাঞ্ছার কথা কাউকে বলতে নেই । তবে আসানসোলের মানুষ যেভাবে ওঁকে ভালোবাসা দিয়েছেন, তাতে জয় নিশ্চিত । তবে আমরা বাস্তবসম্মত ফলাফলে বিশ্বাসী । তাই 3 লাখ ব্যবধানের কথা বলব না । ভালো ব্যবধানে জয় আসবে ।" অন্যদিকে স্ত্রী পুনম সিনহা নিয়ে শত্রুঘ্নের উক্তি, "উনি আমার মেরুদণ্ড । আমার সব কাজেই পাশে থাকেন তিনি ৷"
আরও পড়ুন:
- আসানসোলের চেলিডাঙায় ভুয়ো ভোটার ! ইটিভি ভারতের ক্যামেরা দেখেই পালাল যুবক
- আসানসোলে এমন শান্তিপূর্ণ ভোট! বিরোধীরাও অবাক
- ভোটদানে এগিয়ে বোলপুর, বেলা 3টে পর্যন্ত কোথায় কত ভোট পড়ল ?