মন্তেশ্বর, 16 মে: ভোট শেষ হতেই বিজেপি'র পোলিং এজেন্টের দেহ উদ্ধার ৷ ঝুলন্ত অবস্থায় বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মন্তেশ্বরের সেলিয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম অভিজিৎ রায় (41)। গত 13 তারিখ চতুর্থ দফার ভোটে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বুথ এজেন্ট ছিলেন নিহত অভিজিৎ ৷ বিজেপির অভিযোগ, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনার প্রতিবাদে মন্তেশ্বর থানা ঘেরাও করে বিক্ষোভও দেখান বিজেপি কর্মীরা।
স্থানীয় ও বিজেপি সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ রায় মন্তেশ্বর বিধানসভার 168 নম্বর বুথে বিজেপির বুথ সভাপতি ছিলেন। বুধবার রাতে ওই গ্রামে কুলদেবতার পুজো ছিল। সেই উপলক্ষে গ্রামের অনুষ্ঠানে তিনি ব্যস্ত ছিলেন। রাতের দিকে পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। তখনও পর্যন্ত তাঁকে গ্রামেই দেখা গিয়েছিল। এরপর গভীর রাত থেকে আর তাঁর দেখা মেলেনি বলে দাবি। এরপরই গ্রামের লোক খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু খোঁজ মেলেনি অভিজিতের। পরে বৃহস্পতিবার ভোরে গ্রামেরই একটা গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখা যায়। বিজেপির অভিযোগ, গাছে ঝুলন্ত অবস্থায় থাকলেও তাঁর পা মাটিতে ঠেকে ছিল। ফলে তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ বিজেপির। এই বিষয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, "সারাদিন পুজোয় কাজ করেছে ৷ আর রাতে আত্মহত্যা করবে ! ওকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে ৷ আগে হুমকি দেওয়া হয়েছে ৷ এবার ভোট লুঠ করতে পারেনি, ভোটে হিংসা করতে পারেনি তাই প্রতিশোধ নিচ্ছে ৷ আমরা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছি ৷"