পটনা, 28 জানুয়ারি:জোট বদল করে এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ'র সঙ্গে রবিবার আনুষ্ঠানিকভাবে হাত মিলিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অন্যদিকে, তাঁর এই সিদ্ধান্তে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) শিবিরে। আরজেডি সভাপতি লালুপ্রসাদ যাদবের মেয়ে রোহিণী আচার্য সোশাল মিডিয়ায় নীতীশ কুমারকে পরোক্ষে আক্রমণ করেছেন ৷ তিনি স্পষ্টতই নীতীশ কুমারকে 'আবর্জনা' বলে দেগে দিয়েছেন ৷ তাঁর কথায়, "আবর্জনা ডাস্টবিনেই যায়।"
রোহিণী তাঁর এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন, তিনি নিজে বিহারের মানুষের মনোবল বাড়াতে জনসাধারণের কাছে যাবেন। তাঁর ভাই তেজপ্রতাপ যাদব সেই পোস্ট শেয়ার করেছেন ৷ জেডিইউ প্রধান নীতীশ কুমারকে আক্রমণের লক্ষ্যবস্তু করে কটূক্তি ছুড়ে দিয়েছেন রোহিণী আচার্য ৷ তিনি লিখেছেন, "আবর্জনা আবার ডাস্টবিনে ফিরে যায়- জোটের জন্য শুভ দুর্গন্ধযুক্ত আবর্জনা।" একইসঙ্গে, একটি পোস্টে তিনি নীতীশ কুমারের মূল আদর্শকেও খণ্ডন করেছেন।
তাঁর দ্বিতীয় পোস্টে রোহিণী আচার্য লিখেছেন, "আমরা নিজেদের পাশাপাশি বিহারের মনোবল বাড়াতে জনগণের কাছে যাব।" রোহিণী আরজেডি সভাপতি লালুপ্রসাদ যাদবের সাত বছরের পুরনো পোস্টও আবার পোস্ট করেছেন। এই পোস্টে সবচেয়ে তিক্ত কথা ছিল, "নীতীশ একটি সাপ ৷ যেমন সাপ তার খোলস ছাড়ে, একইভাবে নীতীশও তাঁর খোলস ছাড়ে ৷ প্রতি দুই বছর পর পর একটি সাপের মতো, তিনি একটি নতুন চামড়ার খোলস পরেন। কোনও সন্দেহ আছে ?"