জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি: তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ রবিবার জলপাইগুড়ির ফালাকাটায় এক কর্মীসভায় যোগ দিতে এসে তিনি বলেন, "দেব আমাদের সঙ্গে ছিল, আছে ও থাকবে ।"
তবে সাংসদের একাধিক পদ থেকে ইস্তফা দেওয়ার প্রসঙ্গে ফিরহাদ বলেন,"ও এতগুলো কাজে ব্যক্তিগতভাবে সময় দিতে পারছে না ৷ ও চেয়েছে জেলার বিষয়গুলি দেখভালের দায়িত্ব স্থানীয় কাউকে দেওয়া হোক ৷ তাই ইস্তফা দিয়েছে ৷ এর মানে এই নয় যে, ও তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছে ৷ দেব মমতাদি'র খুব প্রিয় ৷ আমাদের দলের সবার সঙ্গেই ওর খুব ভালো সম্পর্ক ৷ সুতরাং, দল ছাড়ার প্রশ্ন আসেই না ৷"
এদিকে দেবের একাধিক পদে ইস্তফা দেওয়ার পরই আসরে নামে বিজেপি ৷ দেবকে নিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেছিলেন, "হেরে যাবে জেনেই আগেভাগে ইস্তফা দিয়ে দিয়েছে ৷" আর এই বিষয়ে সুকান্তের পালটা ফিরহাদ বলেন, "দেবকে যদি না দাঁড় করানো যায়, তাহলে কি সুকান্তবাবু ওখানে দাঁড়াবেন? সুকান্তবাবুর নিজের জায়গা তো ফাঁকা হয়ে গিয়েছে ৷ বালুরঘাটে অন্তত 2 লক্ষ ভোটে হারবে ৷"