পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

বালি মাফিয়াদের হাতে হেনস্তার শিকার! জিতেন্দ্রর নামেই থানায় অভিযোগ - JITENDRA TIWARI

গত শুক্রবার জিতেন্দ্র তেওয়ারিকে হেনস্তার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় এই বিজেপি নেতার বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছে ৷

JITENDRA TIWARI
জিতেন্দ্র তেওয়ারি (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2025, 8:21 PM IST

আসানসোল, 25 ফেব্রুয়ারি: দু’দিন আগেই জামুড়িয়ার দরবার ডাঙায় বালি কারবারীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি । শুধু তাই নয় জিতেন্দ্রর অনুগামী বিজেপি কর্মীদের সঙ্গে জিতেন্দ্র তেওয়ারির সামনেই লাঠালাঠি বেঁধে যায় বালি কারবারীদের । জিতেন্দ্র তেওয়ারি অভিযোগ করেছিলেন, অবৈধ বালি কারবার সরজমিনে দেখতে গিয়েই বালি মাফিয়াদের বিক্ষোভের মুখে পড়েন তিনি । এবার সেই ঘটনায় জিতেন্দ্র তেওয়ারির নামেই পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ জমা পড়ল ।

দরবার ডাঙা জলপ্রকল্প দেখভালের দায়িত্বে যে বেসরকারি সংস্থা রয়েছে, তাদেরই এক ঠিকাকর্মী জিতেন্দ্র তেওয়ারি-সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেছেন । ওই ঠিকাকর্মী জামুড়িয়া থানায় অভিযোগ পত্রে লিখেছেন, জিতেন্দ্র তেওয়ারি দলবল নিয়ে গিয়ে তাঁকে হেনস্তা করেছেন । তাঁর দু’টি মোবাইল ফোন কেড়ে নিয়েছেন । জিতেন্দ্র তেওয়ারির দাবি, "বালি মাফিয়ারা তৃণমূলের মদতপুষ্ট । তাই আমার নামে এই মিথ্যে অভিযোগ ।"

গত শুক্রবার জামুড়িয়ার দরবার ডাঙায় অজয় নদের ধারে বালিঘাটে গিয়েছিলেন জিতেন্দ্র তেওয়ারি । সরকারি বৈধ বালিঘাট হলেও জিতেন্দ্র তেওয়ারির দাবি ছিল, "ওই ঘাটে অবৈজ্ঞানিক ও অবৈধ ভাবে বালি তোলা হচ্ছিল । যার ফলে দরবার ডাঙায় পানীয় জলের প্রকল্প ক্ষতিগ্রস্ত হচ্ছিল । মানুষ পানীয় জল পাবে না আগামিদিনে । সেই ঘটনা জেনে আমি সরেজমিনে দেখতে গিয়েছিলাম । আমার সঙ্গে স্থানীয় বিজেপি কর্মীরা ছিলেন । কিন্তু সেই সময় বালি মাফিয়ারা লাঠি, বাঁশ উঁচিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে । আমাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয় ।"

এই ঘটনার পর জামুড়িয়া থানায় জিতেন্দ্র তেওয়ারি-সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে ।
জিতেন্দ্র তেওয়ারি বলেন, "সেদিন কী ঘটেছিল, তা সারা বাংলা দেখেছে । ভিডিয়ো চারিদিকে ভাইরাল হয়েছে । গতকাল রাত্রে খবর পেলাম যারা এসব ঘটালো, তাদের বিরুদ্ধে তো কোনও ব্যবস্থা হল না । উলটে আমাদের বিরুদ্ধেই এফআইআর করে দেওয়া হল ।’’

এই বিজেপি নেতা আরও বলেন, ‘‘দরবার ডাঙা জল প্রকল্পে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে, তাদের একজন সাধারণ ঠিকাকর্মীকে দিয়ে আমাদের নামে অভিযোগ দায়ের করানো হল । তিনি অভিযোগে লিখেছেন তাঁকে নাকি আমরা গিয়ে মারধর করেছি । তাঁর দু’টো মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে । তিনি একজন সাধারণ কর্মী । 12-13 হাজার টাকা বেতন পান । তাঁর কাছে দু’টো দামি মোবাইল ? বালি মাফিয়ার টাকা না থাকলে এটা সম্ভব হতো না ।"

জিতেন্দ্র তেওয়ারির নামে অভিযোগ দায়ের হওয়ার পরেই এই ঘটনায় আরও বেশি রাজনৈতিক রং লেগেছে । জিতেন্দ্র তেওয়ারি সরাসরি এই ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জেলায় কোনও বেআইনি কাজকর্ম চলবে না । তাহলে এই জেলার তৃণমূলের নেতারা মুখ্যমন্ত্রীর নির্দেশ মানছেন না । তাঁদের কাছে অর্থটাই বড় । তাঁরা বালি মাফিয়ার পয়সা ছাড়া থাকতে পারবে না । সরকারকে সিদ্ধান্ত নিতে হবে ।"

অন্যদিকে বিষয়টি নিয়ে তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাশন দাশু বলেন, "জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে তৃণমূল কোনও মামলা করতে যায়নি । আর না তো প্রশাসনকে বলেছে । কে কার নামে অভিযোগ করছে, তা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনও লেনা-দেনা নেই ।’’

তাঁর আরও দাবি, ‘‘অন্যদিকে যে এফআইআর করা হয়েছে, তাতে শুধু জিতেন্দ্র তেওয়ারি বা বিজেপির লোকেরই নাম নেই, সেখানে তৃণমূলের লোকজনের নাম আছে । এবং তৃণমূলের লোকজনের বেশি নাম রয়েছে । যদি বিজেপির লোকের নামে শুধু অভিযোগ হতো, তাহলে জিতেন্দ্র এই ঘটনায় রাজনৈতিক সুবিধা পেতেন ।’’

তৃণমূলের এই নেতা বলেন, ‘‘যারা দোষী ব্যক্তি, তাদের নামে এফআইআর হবেই ৷ যিনি উস্কাতে গিয়েছেন তাঁর নামেও এফআইআর হবে । এফআইআর হয়েছে বলে কেন ভয় পাচ্ছে? রাজনীতি করতে যাবেন, উস্কাতে যাবেন । এফআইআর হবে না ?'' পুলিশ জানিয়েছে, একটি অভিযোগ পাওয়া গিয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ।

ABOUT THE AUTHOR

...view details