পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

মোদির সভায় পেঁয়াজ নিয়ে স্লোগান কৃষকের, প্রধানমন্ত্রী বললেন - মজুত শুরু করেছি - PM Narendra Modi

PM Narendra Modi: বুধবার মহারাষ্ট্রের নাসিকে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে পেঁয়াজ নিয়ে বিক্ষোভ দেখান কয়েকজন ৷ পরে প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার 60 হাজার মেট্রিক টন পেঁয়াজ কিনেছে ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 8:13 PM IST

নাসিক, 15 মে: পেঁয়াজের দাম না পাওয়ার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় স্লোগান দিতে দেখা গেল মহারাষ্ট্রে ৷ বুধবার মহারাষ্ট্রের নাসিক জেলার পিমপালগাঁও বসন্তে এক নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী ৷ সেই জনসভাতেই পেঁয়াজের মূল্য নিয়ে স্লোগান দেওয়া হয় ৷ পুলিশ সঙ্গে সঙ্গে এক কৃষককে আটকও করে ৷ কিন্তু তার পরও মোদির ভাষণে উঠে আসে পেঁয়াজের প্রসঙ্গ ৷

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা পেঁয়াজ মজুত শুরু করেছি । আমরা 60 হাজার মেট্রিক টন পেঁয়াজ কিনেছি । এখন আমরা 5 লাখ মেট্রিক টন পেঁয়াজ ফের কিনতে যাচ্ছি । আমাদের সময়ে পেঁয়াজ রফতানি বেড়েছে 35 শতাংশ । আমরা রফতানিতে ভর্তুকিও দিয়েছি ।’’

এছাড়া এ দিন বিরোধীদের নিশানা করতে গিয়ে তিনি আবার দাবি করেন যে বিরোধী শিবিরে থাকা ছোট দলগুলি কংগ্রেসে মিশে যাবে ৷ তিনি বলেন, "এনডিএ-র দুর্দান্ত সাফল্যের উপলব্ধি তাদের (বিরোধী শিবির) একজন মহান নেতার বক্তব্য থেকে পাওয়া যাচ্ছে । ইন্ডিয়ার প্রধান দল কংগ্রেস । তাই ইন্ডিয়ার নেতারা সব ছোট দলকে একীভূত হতে বলেছেন কংগ্রেসের সঙ্গে ৷ এর অর্থ হল তারা যদি একত্রিত হয়, তবে তারা প্রধান বিরোধী দলে পরিণত হবে ।’’

এ দিন শিবসেনা (ইউবিটি)-র নেতা উদ্ধব ঠাকরেকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘এটা নিশ্চিত যে নকল শিবসেনা, নকল এনসিপি নির্বাচনের পরে কংগ্রেসের সঙ্গে মিশে যাবে । নকল শিবসেনা কংগ্রেসের সঙ্গে মিশে গেলে আমি বালাসাহেব ঠাকরেকে সবচেয়ে বেশি মিস করব । কারণ, বালাসাহেব ঠাকরে বলতেন যেদিন শিবসেনাকে কংগ্রেস ভাবা হবে, সেদিনই তিনি শিবসেনাকে শেষ করে দেবেন । মানে নকল শিবসেনার কোনও অবস্থান থাকবে না ।’’

তিনি আরও বলেন, "ভুয়া শিবসেনা বালাসাহেবের প্রতিটি স্বপ্নকে 'চূর্ণ করেছে' । বালাসাহেব ঠাকরের স্বপ্ন ছিল অযোধ্যায় একটি বড় রামমন্দির তৈরি করা । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা । এই স্বপ্নগুলি এখন সত্যি হয়েছে । কিন্তু এটি শিবসেনাকে বিরক্ত করছে । নকল শিবসেনাও সেই পাপ সামনে চলে এসেছে ৷ যারা স্বাধীনতা সংগ্রামী সাভারকরকে দিনরাত গালিগালাজ করে, সেই কংগ্রেসের কোলে বসে আছে তারা ৷"

আরও পড়ুন:

  1. কংগ্রেসের চেয়ে অজিত-একনাথের সঙ্গে মিশে যাওয়া অনেক ভালো, পাওয়ার-উদ্ধবকে পরামর্শ মোদির
  2. 2029 এর পরও নেতৃত্ব দেবেন নরেন্দ্র মোদি, জানালেন অমিত শাহ
  3. এবারও প্রধান বিরোধী দলের মর্যাদা পাবে না কংগ্রেস, দাবি প্রধানমন্ত্রী মোদির

ABOUT THE AUTHOR

...view details