দার্জিলিং, 30 মার্চ: এবার বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে তোপ দাগলেন দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপি প্রার্থী রাজু বিস্তা । এতদিন ধরে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি তাঁকে । কিন্তু শনিবার বিধায়কের তরফে দার্জিলিং লোকসভা আসনে মনোনয়ন জমা দেওয়ার খবর পেতেই তার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি ।
রাজু বিস্তা বলেন, "বিষ্ণুপ্রসাদ শর্মার সাংসদ হওয়ার খুব ইচ্ছে ছিল । সেটা পরিষ্কার । ভালো হতো যদি তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে মনোনয়ন দিতেন ।" শনিবারই দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি । আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওই আক্রমণ শানান রাজু ।
ভূমিপুত্র ইস্যুতে রাজু বিস্তাকে বহিরাগত আখ্যা দিয়ে তাঁরই বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা । ইতিমধ্যে সমর্থন আদায়ে মোর্চা নেতা বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি । তার মনোনয়নের পর থেকেই তাঁকে মীরজাফর বা বিশ্বাসঘাতক বলে তাঁর পদত্যাগের দাবি করেছিলেন দলেরই একাংশ । এবার সেই একই কথা বললেন রাজু বিস্তাও ।