পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ভোটের মুখে কাছাকাছি বাম-কংগ্রেস, রাহুলের ন্যায় যাত্রায় শতরূপ-সোমনাথ-সেলিম-সুজন - Congress

Bharat Jodo Nyay Yarta: বুধবার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মালদায় প্রবেশ করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ সেখানে তাঁর সঙ্গে সামিল হবেন সিপিআইএমের দুই নেতা শতরূপ ঘোষ ও সোমনাথ ভট্টাচার্য ৷ বৃহস্পতিবার এই কর্মসূচিতে অংশ নেবেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও দলের নেতা সুজন চক্রবর্তী ৷

Rahul Gandhi
Rahul Gandhi

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 4:48 PM IST

মালদা, 30 জানুয়ারি: চব্বিশের নির্বাচনে কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে উৎখাত করতে তৈরি হয়েছিল ‘ইন্ডিয়া’ জোট ৷ বিজেপি বিরোধী প্রতিটি রাজনৈতিক দলকেই সেই জোটে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছিল ৷ কিন্তু কিছুদিন যেতে না যেতেই জোটে জট শুরু হয় ৷ জোট ছেড়ে ইতিমধ্যেই বিজেপির হাত ধরেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাম্প্রতিক বিভিন্ন মন্তব্যে কংগ্রেসের সঙ্গে তাঁর দলের দূরত্ব স্পষ্ট করে দিয়েছেন ৷

এই পরিস্থিতিতেই আগামিকাল বুধবার মালদায় ভারত জোড়ো যাত্রা নিয়ে প্রবেশ করছেন রাহুল গান্ধি ৷ একই দিনে মালদায় কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও ৷ দু’জনের মধ্যে দেখা বা কথা হওয়ার কোনও সম্ভাবনাই নেই ৷ তবে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হওয়ার সুযোগটা আসন্ন নির্বাচনের মুখে লুফে নিয়েছে সিপিআইএম ৷ এই মুহূর্তে দুই দলের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়ছে ৷ তাই আগামিকাল মালদায় রাহুল গান্ধির কর্মসূচিতে উপস্থিত থাকছেন শতরূপ ঘোষ ও সোমনাথ ভট্টাচার্য ৷ বৃহস্পতিবার রাহুলের ন্যায় যাত্রায় যোগ দেবেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী ৷ সিপিআইএম নেতৃত্বের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মালদা জেলা কংগ্রেস ৷

উল্লেখ্য, 2016 সালেরবিধানসভা নির্বাচনে মালদা জেলাতেই প্রথম কংগ্রেস ও বামফ্রন্টের জোট গঠিত হয়েছিল ৷ তার ফলও মিলেছিল ৷ সেবারের ভোটে এই জেলায় কোনও আসন দখল করতে পারেনি ঘাসফুল ৷ পরবর্তীতে অবশ্য শাসকদল এই জেলায় নিজেদের প্রভাব বিস্তার করে ৷ গত বিধানসভা নির্বাচনে জেলার 12টি আসনের মধ্যে আটটিই দখল করেছে তারা ৷ কিন্তু গত লোকসভা নির্বাচনে জেলার দু’টি আসনই তাদের হাতছাড়া হয়েছে ৷ এই অবস্থায় এবারের লোকসভা নির্বাচন ঘাসফুল শিবিরের কাছেও অ্যাসিড টেস্ট ৷

প্রথমে শোনা গিয়েছিল, বুধবার রাহুলের ন্যায় যাত্রায় অংশ নেবেন সুজন চক্রবর্তীও ৷ কিন্তু দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক উপলক্ষ্যে এই মুহূর্তে সেলিম-সুজনরা কেরালায় রয়েছেন ৷ তাঁদের অনুপস্থিতিতে আগামিকাল রাহুল গান্ধিকে সঙ্গে থাকার নির্দেশ দেওয়া হয়েছে শতরূপ-সোমনাথকে ৷

আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই কি এই সিদ্ধান্ত ? কেরালা থেকে ফোনে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ইটিভি ভারতকে বলেন, “আমাদের যুবরা অন্যায়ের বিরুদ্ধে ইনসাফ যাত্রা করেছিল ৷ এখন যারা সাধারণ মানুষের দাবি আদায়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, পথে নামছে, আমরা তাদের সঙ্গ দেব ৷ কারণ, একদিকে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের অন্যায় অত্যাচার, অন্যদিকে এরাজ্যে তৃণমূলের অবাধ চুরি, দুর্নীতি ৷ খেয়াল করলেই দেখা যাবে, যারা এই চুরি, দুর্নীতি করছে, তারা কিন্তু এই ন্যায় যাত্রায় নেই৷ তারা একদিকে সরে যাচ্ছে ৷”

জেলা কংগ্রেসের সহ-সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার সিপিআইএম নেতৃত্বের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপি বিরোধী প্রতিটি রাজনৈতিক দলকেই একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন ৷ কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকারকে উৎখাত করতেই তিনি সেই ডাক দেন ৷ অনেক দলই তাঁর ডাকে সাড়া দিয়ে ইন্ডিয়া জোটে সামিল হয়েছে ৷ কিন্তু যারা স্বার্থাণ্বেষী, তারা জোটের দায়বদ্ধতা মানতে রাজি নয় ৷ সিপিআইএম নেতৃত্ব রাহুলজির ন্যায় যাত্রায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ তাদের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি ৷”

আরও পড়ুন:

  1. বহরমপুরে রাত্রিবাসের জায়গা হল না রাহুলের, রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কংগ্রেসের
  2. কোথাও বাধা পেলে সেখানে জনসংযোগ সারবেন রাহুল, জানাল মালদা জেলা কংগ্রেস
  3. পাটলিপুত্রে রাহুলের দ্বিতীয় দিন, পূর্ণিয়ায় 'ভারত জোড়া ন্যায় যাত্রা'

ABOUT THE AUTHOR

...view details