পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

এসইউসিআই-আইএসএফ-লিবারেশনের সঙ্গে জোটে আপত্তি নেই সিপিএমের, শর্ত বেঁধে দিলেন সেলিম - ISF

CPIM: আসন্ন লোকসভা নির্বাচনে এসইউসিআই, আইএসএফ, লিবারেশনের সঙ্গে জোটে রাজি সিপিএম ৷ তবে এর জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷

Md Salim
Md Salim

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 2:07 PM IST

এসইউসিআই-আইএসএফ-লিবারেশনের সঙ্গে জোটে আপত্তি নেই সিপিএমের, শর্ত বেঁধে দিলেন সেলিম

কলকাতা, 13 ফেব্রুয়ারি: মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে একা লড়াই করার ঘোষণা করার পর লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোটের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে ৷ এই পরিস্থিতিতে সিপিএম চাইছে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে এসইউসিআই, আইএসএফ, লিবারেশনকে সঙ্গে নিতে ৷ তবে এর জন্য কিছু শর্তও রাখছে তারা ৷

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "বিজেপি-তৃণমূলের তামাক খায়নি এমন যে কোনও রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি । এসইউসিআই হোক, লিবারেশন হোক কিংবা আইএসএফ, বিজেপি-তৃণমূলের সঙ্গে যদি রাজনৈতিক সম্পর্ক না থাকে, শিরদাঁড়া বিক্রি করে না দেয়, এরকম সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি ।"

উল্লেখ্য, কংগ্রেসের সঙ্গে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’য় তৃণমূলের সঙ্গে রয়েছে সিপিএমও ৷ কিন্তু বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফলে রাহুল গান্ধি যখন ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে পশ্চিমবঙ্গে ছিলেন, তখন তৃণমূল সেখানে অনুপস্থিত ছিল ৷ তবে রাহুল গান্ধির সঙ্গে পা মিলিয়ে ছিলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা । তাই কংগ্রেস ও সিপিএমের জোট আরও একবার লোকসভা নির্বাচনে দেখা যাবে বলে অনেকের মত ৷

এই নিয়ে মহম্মদ সেলিমের বক্তব্য, "আমাদের তাড়া নেই । আমরা কাউকে তাড়াতাড়ি করতে বলছি না, তাড়াও দিচ্ছি না । তবে বিজেপি এবং তৃণমূলের যে সমস্ত অনৈতিক কাজ, অর্থনৈতিকে চৌপাট করা ৷ বেকারি রয়েছে, কৃষকদের সমস্যা, ছাত্রদের সমস্যা নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে । এই সমস্ত বিষয়ে তৃণমূল-বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর কী অবস্থান রয়েছে, তাই স্পষ্ট করতে হবে । আগে রাজনৈতিকভাবে এই বিষয়গুলো পরিষ্কার করতে হবে ৷ তারপরে রাস্তায় আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে হবে । তারপরেই আসনরফা বা ঐক্যবদ্ধ লড়াই নিয়ে তাদের সঙ্গে কথা হবে ।"

এদিকে আনুষ্ঠানিকভাবে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ ঘোষণা না হলেও ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি তার প্রস্তুতি শুরু করে দিয়েছে । আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, পার্টির কোথায়, কী অবস্থান রয়েছে, তার ভিত্তিতে সিপিএম চেক লিস্ট তৈরি করেছে । এবার প্রচার কর্মসূচির পরিকল্পনা করা হবে । এই প্রচারে কী থাকবে, কী রাখা হবে, কোন এলাকার উপর নির্দিষ্ট বিষয় মানুষের সামনে নিয়ে আসা হবে, তার কাজ চলছে । এমনকী, বক্তাদের তালিকা প্রস্তুত করে তাঁদের কর্মশালার আয়োজন করা হচ্ছে ।

আরও পড়ুন:

  1. চেকলিস্ট তৈরি বুথ থেকে পার্লামেন্টারি কমিটির, ভোটে ঝাঁপাচ্ছে সিপিএম
  2. মমতা নিজেই ডিজাস্টার, অভিষেককে ট্রেনিং দিচ্ছে বিজেপি-আরএসএস: সেলিম
  3. 'ইন্ডিয়া' কোনও জোট নয়, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক অবরোধ; মন্তব্য সেলিমের

ABOUT THE AUTHOR

...view details