শিলিগুড়ি, 26 এপ্রিল: লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে বাংলার তিনটি আসনে ৷ এই তিন আসনের মধ্য়ে অন্যতম দার্জিলিং ৷ ওই কেন্দ্রের ভোটার বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য ৷ শুক্রবার ভোটাধিকার প্রয়োগের পর তিনি জানিয়েছেন, যে এবার দার্জিলিংয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর ফলাফল ভালো হবে ৷
শিলিগুড়ি পৌরনিগমের 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ তাঁর ভোটদান কেন্দ্র নেতাজিনগর বয়েজ হাইস্কুলের 23/161 নম্বর বুথ ৷ সেখানেই তিনি শুক্রবার সকালে গিয়ে ভোট দেন ৷ তার পর সাংবাদিকদের মুখোমুখি হন ৷ তিনি বলেন, ‘‘দার্জিলিংয়ে এবার ত্রিমুখী লড়াই হচ্ছে ৷ গত তিনটি নির্বাচনে বিজেপি এখান থেকে জয়ী হয়েছে ৷ এবার আমরা কংগ্রেসকে সমর্থন করছি৷ যৌথভাবে লড়াই করছি ৷ আমাদের আশা ফলাফল ভালোই হবে ৷’’
রাজ্যে এবার বাম ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়েছে৷ সেই সমঝোতা অনুযায়ী, কংগ্রেস দার্জিলিংয়ে লড়াই করছে ৷ কংগ্রেসের প্রার্থী মুনিষ তামাং ৷ কংগ্রেস প্রার্থী হিসেবে মুনিষ তামাংয়ের নাম ঘোষণা করতে অনেকটা দেরি করে দিয়েছিল বলে প্রচার পর্বে বারবার অভিযোগ উঠেছে ৷ এ দিন সেই প্রশ্নের মুখোমুখি হতে উত্তরবঙ্গের এই বামনেতাকে ৷ উত্তরে অশোক ভট্টাচার্য বলেন, ‘‘দিন পনেরো আগে প্রার্থী ঘোষণা হলে আরও ভালো হতো ৷’’