পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

সমবায়ের ভোটে সিপিআইএম-তৃণমূল ‘সেটিং’, বিতর্ক মালদার রাজনীতিতে - CPIM AND TRINAMOOL ALLIANCE

মালদা তাঁতবিহীন তন্তুবায় সমবায় লিমিটেডের নির্বাচন আগামী 31 ডিসেম্বর ৷ সেই ভোটে এবার সিপিআইএম ও তৃণমূলের মধ্যে অলিখিত জোট হতে চলেছে বলে অভিযোগ ৷

CPIM and Trinamool Alliance
সমবায়ের ভোটে সিপিআইএম-তৃণমূল ‘সেটিং’, বিতর্ক মালদার রাজনীতিতে (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2024, 2:39 PM IST

মালদা, 19 ডিসেম্বর: সাপে-নেউলে বন্ধুত্ব ! রাজনীতিতে এমনটাও হয়! যখন তৃণমূল-বিজেপি সেটিং তত্ত্ব নিয়ে সরব সিপিআইএম নেতৃত্ব, কথায় কথায় এই সেটিং নিয়ে দুই দলকে ধুয়ে দিচ্ছেন সেলিম-মীনাক্ষীরা, তখন পুরাতন মালদার একটি সমবায় নির্বাচনে ‘সেটিং’ হয়েছে সিপিআইএম-তৃণমূলের, তেমনটাই অভিযোগ তুলেছে বিজেপি ৷

এই অভিযোগ যে ফেলে দেওয়ার নয়, তা এলাকায় কান পাতলেও শোনা যাচ্ছে ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম ও তৃণমূল নেতৃত্ব ৷ তাদের দাবি, এ মানুষের জোট ৷ এখানে দলের কোনও বিষয় নেই ৷

ঘটনাটি ঘটেছে মালদা তাঁতবিহীন তন্তুবায় সমবায় লিমিটেডের নির্বাচন ঘিরে ৷ আগামী 31 ডিসেম্বর সেই নির্বাচন হতে চলেছে ৷ মোট ন’টি আসনের জন্য নির্বাচন হবে ৷ সমিতির 225 জন সদস্য নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচিত করবেন ৷ শোনা যাচ্ছে, ন’টির মধ্যে ছ’টি আসন সিপিআইএমকে ছেড়ে বাকি তিনটি আসনে তৃণমূল প্রার্থী দেবে ৷ এই শর্তেই দুই দলের অলিখিত জোট হয়েছে ৷

বিজেপি মজদুর ইউনিয়নের জেলা সভাপতি অতুলচন্দ্র সরকারের অভিযোগ, “আগামী 31 ডিসেম্বর সকাল সাড়ে 10টা থেকে বেলা আড়াইটে পর্যন্ত ওই সমিতির নির্বাচন হবে ৷ এই নির্বাচনে সিপিএম আর তৃণমূলের মধ্যে আঁতাত হয়েছে ৷ ওরা জোট বেঁধেই নির্বাচনে লড়াই করছে ৷’’

তিনি আরও বলেন, ‘‘1981 সালে প্রতিষ্ঠিত হয়েছে এই সমিতি ৷ এই সমিতির নির্বাচনে কোনও রাজনৈতিক দলের প্রার্থী হয় না ৷ তখন থেকে এখন পর্যন্ত এখানে কোনও রাজনৈতিক দল ঢোকেওনি ৷ এবার সিপিএম আর তৃণমূল এখানে ঢোকার চেষ্টা করছে ৷ এর বিরুদ্ধে আমরা লড়াই করব এবং জিতব ৷ সিপিএমের তাবড় তাবড় নেতারা বলেন, বিজেপি আর তৃণমূলের নাকি সেটিং আছে ৷ সেই সেটিং আসলে কাদের মধ্যে রয়েছে, এবার রাজ্যের মানুষ সেটা দেখবে ৷”

এই নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের খেতমজুর সংগঠনের ব্লক সভাপতি কৃষ্ণ সাহার সাফাই, ‘‘এটা কোনও জোট নয় ৷ 50 বছর ধরে এই সমবায় সমিতিতে ঘুঘুর বাসা তৈরি হয়ে আছে ৷ দুর্নীতির শিকড় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে ৷ আমরা সেই শিকড় উপড়ে ফেলতে চাই ৷ তার জন্যই নির্বাচন করতে চাইছি ৷’’

তিনি আরও বলেন, ‘‘আমরা সবাই মিলে দুর্নীতির শিকড়টা উপড়ে ফেলব ৷ নির্বাচনে জিতে সমিতিতে আমাদের বোর্ড হলে 50 বছরের হিসাব চাইব ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যত টাকা দিয়েছেন, সেই টাকা কোথায় গেল ? এখানে কোনও রাজনৈতিক দলের জোট হয়নি, মানুষের জোট হয়েছে ৷’’ অর্থাৎ কোনও একটি জোট যে হয়েছে, তা মেনে নিয়েছেন কৃষ্ণবাবু ৷

সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক সাধন দাস বলছেন, “তাঁতবিহীন তন্তুবায় সমিতিতে যে নির্বাচন হচ্ছে, সেটা পুরোপুরি নির্দলীয় নির্বাচন ৷ ওই এলাকার মানুষ নির্বাচনে প্রার্থী দিয়েছে ৷ তারাই প্রতিদ্বন্দ্বিতা করছে ৷ এই নির্বাচনে অংশ নেওয়া কিংবা জোট গড়া নিয়ে দলে কোনও আলোচনাই হয়নি ৷ কোনও রেজুলেশনও নেওয়া হয়নি ৷ এখন এলাকার মানুষ যদি জোট গড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তবে আমাদের কীই বা করার আছে ! এনিয়ে আমাদের কোনও বক্তব্য নেই ৷”

কিন্তু যাঁদের জন্য এই নির্বাচন, সেই তন্তুজীবীরা কী বলছেন ? এক তন্তুজীবী নিতাই দাসের কথায়, “এতদিন ধরে আমাদের সমিতি থাকলেও আগে কখনও ভোট হয়নি ৷ এবারই প্রথম হচ্ছে ৷ তবে এতদিনের পুরনো সমিতি হলেও আমরা সরকারি কোনও সুযোগ সুবিধে পাইনি ৷ সরকার কাকে সেই সুবিধে দিয়েছে, তা অবশ্য জানি না ৷ এবারও কোনও সুযোগ সুবিধে পাব বলে মনে হয় না ৷’’

তাঁর আরও বক্তব্য, ‘‘বছরে একটি করে বৈঠক হয়, সেখানে উপস্থিত থাকলে একটি করে মিষ্টির প্যাকেট ধরিয়ে দেওয়া হয় ৷ এর বেশি কিছু পাই না ৷ বয়স হয়ে গেল ৷ এই কাজে লাভও তেমন না ৷ কিন্তু অন্য কাজ জানা নেই ৷ তাই এখনও এই পেশা ধরে রেখেছি ৷”

ABOUT THE AUTHOR

...view details