শিলিগুড়ি, 20 জানুয়ারি: মমতা বন্দ্য়োপাধ্যায়ের ‘নো ফ্যাক্টর’ মন্তব্যের পালটা জবাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ শনিবার তিনি বলেন, "আমি লড়ে জিতেছি ৷ আমি হারিয়ে বড় হয়েছি । আমার কাছে লড়াইটা শেষ কথা । আমি কাউকে পরোয়া করি না ৷ কাউকে পরোয়া করে রাজনীতি করি না । এক বার না, হাজারবার বলেছি ৷ আবার বললাম । যা করার কাজ করে দেখিয়ে দিয়েছি ।"
শনিবার শিলিগুড়িতে রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র প্রস্তুতি বৈঠকে যোগ দেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী । আর সেই বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা জবাব দেন তিনি ।
উল্লেখ্য, শুক্রবার কালীঘাটে মুর্শিদাবাদ জেলা নিয়ে সাংগঠনিক বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই বৈঠকে তিনি মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের বলেন, ‘‘আপনারা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুন । অধীর কোনও ফ্যাক্টর নয় ।’’ এই বক্তব্যে সামনে আসার পর থেকে রাজ্য রাজনীতিতে জোর আলোচনা শুরু হয় ৷
কারণ, বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে বরাবরই মুর্শিদাবাদে বড় ফ্যাক্টর বলে মনে করা হয় ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে চারিদিকে যখন ঘাসফুল ও গেরুয়া ঝড়, সেই সময় এই রাজ্য থেকে কংগ্রেসের জেতা দু’টি আসনের মধ্য়ে একটি বহরমপুর ৷ বিশেষ করে মুর্শিদাবাদ জেলার অন্য দু’টি লোকসভা আসনে তৃণমূল জিতলেও বহরমপুরের গড় ধরে রাখতে সক্ষম হন অধীর চৌধুরী ৷