ধুলে, 13 মার্চ: লোকসভা নির্বাচনের মুখে এবার রাহুল গান্ধির গ্যারান্টি 'মহিলা ন্যায়'৷ বুধবার মহারাষ্ট্রের ধুলেতে পাঁচটি 'মহিলা ন্যায়' গ্যারান্টি ঘোষণা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷ এর মধ্যে রয়েছে গরিব মহিলাদের বার্ষিক এক লাখা টাকা প্রদান এবং সরকারি চাকরি ও হস্টেলে মহিলাদের 50 শতাংশ সংরক্ষণের গ্যারান্টি ৷
ভারত জোড়ো ন্যায় যাত্রার শেষ পর্বে ধুলেতে মহিলা মেলাভা সভার অংশ হিসেবে একটি সমাবেশে বক্তব্য রাখার সময় পাঁচটি গ্যারান্টি ঘোষণা করেন রাহুল ৷ সেগুলি হল,
1. মহালক্ষ্মী: দরিদ্র পরিবারের একজন মহিলাকে বার্ষিক 1 লক্ষ টাকা ।
2. আশি আবাদি, দরিদ্র হক: কেন্দ্রীয় সরকারে সমস্ত নতুন নিয়োগের অর্ধেক মহিলাদের জন্য সংরক্ষিত ৷
3. ক্ষমতার প্রতি সম্মান: আশা, অঙ্গনওয়াড়ি এবং মিড-ডে মিল তৈরি করা মহিলাদের মাসিক বেতনে কেন্দ্রীয় সরকারের অবদান দ্বিগুণ করা হবে ।
4. অধিকার মৈত্রী: প্রতিটি পঞ্চায়েত একজন অধিকার মৈত্রী নিয়োগ করবে, যাঁরা মহিলাদের তাঁদের আইনি অধিকার সম্পর্কে অবহিত করবেন এবং এই অধিকারগুলি বাস্তবায়নে সাহায্য করবেন ।
5. সাবিত্রী বাঈ ফুলে হস্টেল: কেন্দ্রীয় সরকার দেশের কর্মজীবী মহিলাদের জন্য হস্টেলের সংখ্যা দ্বিগুণ করবে, প্রতিটি জেলায় কমপক্ষে একটি হস্টেল থাকবে ।
মহিলা সংরক্ষণ বিল যা এক দশক পরে করা আদমশুমারির পরে কার্যকর হবে, তাকে সংসদে ধূমধাম করে পাশ করানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন রাহুল ৷
কংগ্রেস সমীক্ষা ছাড়াই সংরক্ষণ বাস্তবায়ন করবে
রাহুল বলেন, "নরেন্দ্র মোদি লোকসভায় খুব ধুমধাম করে মহিলা সংরক্ষণ (আইন) পাশ করান । কিন্তু তারপরে মহিলাদের জানানো হয় যে, আপনি আদমশুমারির পরে সংরক্ষণ উপভোগ করতে পারবেন, যা 10 বছর পরে করা হবে ৷" রাগা প্রতিশ্রুতি দেন যে, "কংগ্রেস পার্টির সরকার ক্ষমতায় এলে, কোনও সমীক্ষা ছাড়াই মহিলাদের সংরক্ষণ করা হবে ।"
কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ মকুব
মোদি বিলিয়নেয়ারদের হাতে 16 লক্ষ কোটি টাকা তুলে দিয়েছেন বলে অভিযোগ করেন রাহুল ৷ তিনি বলেন যে, এটি মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট (MNREGA) প্রকল্পের বাজেটের 24 বছরের টাকার সমান ৷
রাহুল বলেন, "নরেন্দ্র মোদি বিলিয়নেয়ারদের 16 লক্ষ কোটি টাকা মকুব করেছিলেন । মনরেগার এক বছরের বাজেট হল 65 হাজার কোটি টাকা । অর্থাৎ মোদি 24 বছরের মনরেগার টাকা বিলিয়নেয়ারদের দিয়েছেন ।" কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণও মকুব করতে হবে বলে জোর দেন তিনি । তাঁর কথায়, "যদি তাঁদের ঋণ মকুব করা যায়, তাহলে কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীদেরও ঋণ মকুব করা উচিত ৷ "
আরও পড়ুন:
- 'ভোট ব্যাংকের নোংরা রাজনীতি সিএএ', তোপ দাগলেন কেজরিওয়াল
- ওয়েনাড় থেকেই লড়বেন রাহুল গান্ধি, কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকায় নাম নেই প্রিয়াঙ্কার
- উত্তরপ্রদেশের যুবদের নেশাড়ু বলছেন কংগ্রেসের যুবরাজ, বারাণসীতে রাগাকে তোপ মোদির