পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

দু’দিন পর নীতীশের ‘ইন্ডিয়া’ ত্যাগ নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধি, কী বললেন কংগ্রেস সাংসদ ? - নীতীশ কুমার

Rahul Gandhi: মঙ্গলবার বিহারের পূর্ণিয়ায় জনসভা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ সেই কর্মসূচি থেকে তিনি নীতীশ কুমারের ইন্ডিয়া ছেড়ে যাওয়া নিয়ে প্রথমবার প্রতিক্রিয়া দিলেন তিনি ৷

Rahul Gandhi
Rahul Gandhi

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 6:10 PM IST

পূর্ণিয়া, 30 জানুয়ারি: রবিবার বিহারে রাজনৈতিক পালাবদল হয়েছে ৷ মহাজোট ছেড়ে এনডিএ-তে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ তার ঠিক দু’দিন পর এই নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি জানিয়েছেন যে সামান্য চাপ পড়তেই নীতীশ কুমার ‘ইন্ডিয়া’ ব্লক থেকে সরে গেলেন ৷ একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে বিহারে সামাজিক ন্যায়বিচারের লড়াইয়ে মহাজোটে নীতীশ কুমারকে প্রয়োজন নেই ৷

রাহুল গান্ধি এখন ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচিতে রয়েছেন ৷ এই কর্মসূচি নিয়ে সোমবার তিনি বিহারে প্রবেশ করেন ৷ মঙ্গলবার বিহারে তাঁর যাত্রার দ্বিতীয় দিন ছিল ৷ সেই কর্মসূচিতে তিনি সেখানরা পূর্ণিয়া জেলায় এক সভা করেন ৷ সেই সভা থেকেই তিনি নীতীশ কুমারের বিরুদ্ধে সমালোচনায় সরব হন ৷ রাহুল গান্ধি বলেন, ‘‘মহাজোট বিহারে সামাজিক ন্যায়বিচারের জন্য লড়াই করবে ৷ আমাদের সেই জন্য নীতীশ কুমারের প্রয়োজন নেই ৷’’

উল্লেখ্য, 2020 সালে বিহার বিধানসভা নির্বাচনের পর এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নীতীশ কুমার ৷ কিন্তু 2022 সালের জুলাইয়ের শেষদিকে তিনি এনডিএ-র সঙ্গ ছাড়েন ৷ মহাজোটের মুখ্যমন্ত্রী হন৷ রবিবার সেই মহাজোট ছেড়ে আবার এনডিএ-তে ফিরেছেন নীতীশ কুমার ৷ মহাজোটে নীতীশের জেডিইউ ছাড়াও ছিল কংগ্রেস ও আরজেডি ৷ এছাড়া বামদলগুলি ছিল ৷ তারা এখনও মহাজোটেই থাকবে বলে এ দিন স্পষ্ট করে দিয়েছেন রাহুল গান্ধি ৷

পাশাপাশি রাহুল এ দিন জানান, দলিত ও অনগ্রসর শ্রেণির মানুষ প্রতিনিধিত্ব করার সুযোগ সঠিকভাবে পাচ্ছে না ৷ তিনি বলেন, ‘‘আমাদের দেশে দলিত, ওবিসি ও অন্যান্যদের সঠিক জনসংখ্যা নির্ধারণের জন্য একটি জাতি-ভিত্তিক আদমশুমারি প্রয়োজন ৷’’ একই সঙ্গে মণিপুর ইস্যু নিয়েও ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন রাহুল গান্ধি ৷ গত মে মাসে মণিপুরে হিংসার পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে সেখানে প্রধানমন্ত্রী একবারও যাননি, সেই প্রসঙ্গ এ দিন আবার তুলেছেন রাহুল গান্ধি ৷ পাশাপাশি দাবি করেছেন, মণিপুরে এখনও গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে ৷

আরও পড়ুন:

  1. রাহুলের ন্যায় যাত্রার জন্য অর্থ সংগ্রহ অভিযানে কংগ্রেস, দাতাদের উপহার দেওয়ারও প্রতিশ্রুতি
  2. 'আবর্জনা ডাস্টবিনেই যায়', নীতীশকে কড়া আক্রমণ লালু-কন্যার
  3. কংগ্রেস সংবিধান রক্ষা না করলে মোদি এখনও চা বিক্রি করতে হত, কটাক্ষ খাড়গের

ABOUT THE AUTHOR

...view details