নির্বাচনের দিন তৃণমূলের সন্ত্রাসের আশঙ্কা অধীরের (ইটিভি ভারত) বহরমপুর, 6 মে: ভোটের দিন তৃণমূল অশান্তি ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করবে । জঙ্গিপুর ও মুর্শিদাবাদে নির্বাচনের আগের দিন সাংবাদিক বৈঠক থেকে এমনই আশঙ্কা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । সোমবার সাংবাদিক বৈঠক থেকে অধীর বলেন, ‘‘ভোটের দিন বুথ লুঠ করা এবার সম্ভব হবে না । তাই এবার তারা (তৃণমূল কংগ্রেস) সন্ত্রাসের নয়া কৌশল নিয়েছে । ভোটের আগে ভয় ভীতির বাতাবরণ তৈরি করার চেষ্টা করবে । কিন্তু কিছুই করতে পারবে না । কারণ তৃণমূলের উপর মানুষ ক্রোধ, ক্ষোভ বাড়ছে ।’’ অধীরের অভিযোগ, ‘‘সন্ত্রাস, অশান্তির পিছনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মদত, আদেশ ও নির্দেশ রয়েছে ।’’
গত কয়েকদিনে মুর্শিদাবাদের ডোমকল, লালগোলা, নবগ্রাম, রেজিনগর, বেলডাঙায় কয়েকশো বোমা উদ্ধার করেছে পুলিশ । দুই কেন্দ্রের ভোটারদের অভিযোগ, বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে মুর্শিদাবাদ, জঙ্গিপুরে ভোট হচ্ছে । সন্ত্রাসের বাতাবরণে ভোট হবে ।
মুর্শিদাবাদের দুই কেন্দ্রে 950টি বুথ ক্রিটিক্যাল হিসাবে ঘোষণা করা হয়েছে । দুই কেন্দ্রে মোট 178 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । তার মধ্যে জঙ্গিপুর কেন্দ্রে থাকছে 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । মুর্শিদাবাদ কেন্দ্রে 114 কোম্পানি ।
এদিকে দিকে দিকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়াতে শুরু করেছে । অধীর চৌধুরী বলেন, ‘‘বোমা থাকলেও ওরা কিছু করতে পারবে না । ওদের মুরোদ আমার জানা আছে । পুলিশ বললে তবে বোমা ফাটাতে পারবে । বোমা গরমে নিজেই ফাটছে । মরছে তৃণমূলের লোক । এবার মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে । তৃণমূল ভোটের দিন কোনও সন্ত্রাস করতে পারবে না ।’’
অধীর চৌধুরীর অভিযোগ, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যে জেলায় প্রচারে যাচ্ছেন, সেই জেলার সন্ধ্যায় পুলিশ ও ক্রিমিনালদের নিয়ে বৈঠক করছেন । সন্ত্রাসের সব পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আদেশে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে । সন্ত্রাসের বাতাবরণ করেই ভোট করতে চাইছে তৃণমূল । কিন্তু ভোটের দিন কোনও ভোটকেন্দ্র লুট করতে পারবে না । কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই ভোট হবে । প্রথম দিন থেকে আমরা নির্বাচন কমিশনের কাছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে এসেছি ।’’
আরও পড়ুন:
- "লক্ষ্যে স্থির-মন্ত্রে ধীর-কর্মে বীর, নেতা অধীর", গানে গানে প্রচার সারছেন কংগ্রেস প্রার্থী
- অভিষেককে বাঁচাতে বিজেপির কাছে আত্মসমর্পণ মমতার, বিমানকে পাশে নিয়ে তোপ অধীরের
- খালিস্তানি মন্তব্যের নিন্দা অধীরের, বিজেপির ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন বহরমপুরের সাংসদ