নয়াদিল্লি, 1 জুন: বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’য় যে দলগুলি রয়েছে, সেই দলগুলি সব মিলিয়ে 295 এর বেশি আসনে জয়ী হবে ৷ শনিবার এমনই দাবি করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ এ দিন নয়াদিল্লিতে তাঁর বাসভবনে বৈঠকে বসেছিলেন ‘ইন্ডিয়া’র নেতারা ৷ ওই বৈঠকের পরই সাংবাদিকদের কাছে এই দাবি করেন তিনি ৷ কিন্তু কিসের ভিত্তিতে তিনি এই দাবি করছেন ? খাড়গের বক্তব্য, সাধারণ মানুষের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তিনি এই সংখ্যা জানাচ্ছেন ৷
এ দিন অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ হয় ৷ আগামী মঙ্গলবার ফলাফল প্রকাশিত হবে ৷ তার আগে এ দিনই বৈঠকে বসেছিলেন তাঁরা ৷ সেখানে গণনার দিন কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে, সেই নিয়েই প্রায় আড়াই ঘণ্টা ধরে আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷ বৈঠকে নেওয়া সিদ্ধান্ত প্রতিটি দল তাদের কর্মীদের জানিয়ে দেবে বলেও তিনি জানান ৷ তবে বৈঠকে আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন খাড়গে ৷
আরও পড়ুন:
খাড়গে বিজেপিকে নিশানাও করেছেন ৷ তিনি বলেন, "তারা (বিজেপি) সরকারের এক্সিট পোলের মাধ্যমে একটি বর্ণনা দেওয়ার চেষ্টা করছে এবং আমরা জনগণকে সত্য বলতে চাই ।" এর পরই তাঁর সংযোজন, "ইন্ডিয়া ব্লক 295টিরও বেশি আসন পাবে । আমরা আমাদের সমস্ত নেতাদের সঙ্গে কথা বলার পরে এই সংখ্যায় পৌঁছেছি ।"