পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

শাহ-সাক্ষাতে দিল্লি রওনা চন্দ্রবাবুর, অন্ধ্রে নয়া রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত ! - অমিত শাহ

Chandrababu Naidu will Meet Amit Shah in Delhi: আজ রাতেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু ৷ ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি ৷ আসন্ন লোকসভা নির্বাচনের সঙ্গেই অন্ধ্র বিধানসভার নির্বাচন হবে ৷ যার আগে চন্দ্রবাবুর শাহ-সাক্ষাতের অন্য তাৎপর্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিকমহল ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 6:22 PM IST

নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি: নির্বাচন যতই ঘনিয়ে আসছে, অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লি গেলেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু ৷ কেন চন্দ্রবাবুর দিল্লি সফর, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা ৷ টিডিপি-জনসেনা ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশে জোট করেছে ৷ অন্ধ্রের রাজনৈতিক মহলে গুঞ্জন বিজেপিও এই জোটের সঙ্গে যোগ দিতে পারে ৷ বুধে চন্দ্রবাবু নাইডুর শাহী-সাক্ষাৎ সেই সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে ৷

এদিন দুপুর দু’টোয় চন্দ্রবাবু তাঁর উন্দাভল্লির বাসভবন থেকে বের হয়ে গান্নাভারমে পৌঁছান ৷ সেখান থেকে বিশেষ বিমানে তিনি দিল্লি রওনা দেন ৷ মনে করা হচ্ছে দিল্লিতে পৌঁছে চন্দ্রবাবু সাংসদ গল্লা জয়দেবের সরকারি বাসভবনে যাবেন ৷ এরপর আজ রাতেই অমিত শাহর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন তিনি ৷ তবে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না-হলে সাংসদ গল্লা জয়দেবের সরকারি বাসভবনেই রাত্রিযাপন করবেন নাইডু ৷ এরপর সকালে শাহ-সাক্ষাৎ সারবেন ৷ এরপর আগামিকাল সন্ধেয় অমরাবতীতে ফিরবেন ৷

অন্যদিকে, তেলেগু দেশমের নেতা চন্দ্রবাবু এবং জনসেনার সভাপতি পবন কল্যাণ আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছেন ৷ পবন কল্যাণ সম্প্রতি এ নিয়ে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বৈঠকও করেছেন ৷ যেখানে আসন বণ্টন নিয়ে টিডিপি-জনসেনার দুই শীর্ষনেতার মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা চলেছে ৷ তবে, পবন কল্যাণ ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে, জনসেনা রাজোলু ও রাজানগরম কেন্দ্র থেকে নির্বাচনে প্রার্থী দেবে ৷ এর অর্থ মছলিপট্টনমের সাংসদ বালাশাউরি এবার জনসেনার প্রার্থী হয়ে নির্বাচনে লড়াই করবেন ৷ গতবার তিনি ওয়াইএসআর কংগ্রেসের প্রার্থী হিসেবে ওই আসনে নির্বাচনে জিতেছিলেন ৷

উল্লেখ্য, চন্দ্রবাবু নাইডু এবং পবন কল্যাণ এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন ৷ ইতিমধ্যেই সে রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গেও এই দুই দলের আলাপ আলোচনা হয়েছে বেশ কয়েক দফায় ৷ তারপরেই আজ চন্দ্রবাবু নাইডু আজ দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করতে গিয়েছেন ৷ যা অন্ধ্রপ্রদেশে এক নয়া রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে ৷

আরও পড়ুন:

  1. সিআইডি'র তিনটি মামলাতেই চন্দ্রবাবু নাইডুকে জামিন দিল অন্ধ্র হাইকোর্ট
  2. চন্দ্রবাবুর আগাম জামিনের বিরুদ্ধে অন্ধ্র সরকারের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

ABOUT THE AUTHOR

...view details