রাঁচি, 3 জুলাই: ঝাড়খণ্ডের রাজনীতিতে নয়া মোড় ৷ পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন ৷ ফের মুখ্যমন্ত্রী পদে ফিরতে চলেছেন হেমন্ত সোরেন ৷ আগামিকাল, বৃহস্পতিবারই তাঁর আবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ সেই কারণেই পদত্য়াগ করলেন চম্পাই সোরেন ৷
উল্লেখ্য, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত 31 জানুয়ারি গ্রেফতার করেছিল ৷ জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয় ৷ ঘটনারদিন তাঁর বাড়িতে যখন ইডির তদন্তকারীরা পৌঁছেছিলেন, সেই সময়ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদেই ছিলেন হেমন্ত ৷
কিন্তু সাংবিধানিক মর্যাদার কথা মাথায় রেখে তিনি মুখ্য়মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ৷ তার পরই তাঁকে গ্রেফতার করা হয় ৷ তাঁর গ্রেফতারির পর চম্পাই সোরেনকে ঝাড়খণ্ড বিধানসভায় জেএমএম-এর পরিষদীয় নেতা হিসেবে বেছে নেওয়া হয় ৷ তিনি গত 2 ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের দ্বাদশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷
ইতিমধ্যে ভারতীয় রাজনীতিতে জল অনেক দূর গড়িয়েছে ৷ আদালতে একাধিকবার আবেদন করার পর অবশেষে জামিন পেয়েছেন হেমন্ত সোরেন ৷ সূত্রের খবর, এর পরই তাঁকে আবার মুখ্যমন্ত্রীর পদে ফেরানোর দাবিতে সরব হন জেএমএম কর্মী-সমর্থকরা ৷ সেই আবহে এ দিন তাঁর বাসভবনে জেএমএম বিধায়ক দলের বৈঠক হয় ৷ সেখানেই হেমন্ত সোরেনকে আবার পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয় ।
এর পর এ দিন সন্ধ্যায় রাজভবনে পৌঁছে যান চম্পাই সোরেন ৷ সেখানে গিয়ে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ৷ তাঁর সঙ্গে হেমন্ত সোরেন ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার একাধিক বিধায়ক ছিলেন ৷ তাঁরা হেমন্তকে মুখ্যমন্ত্রী পদে ফের বসানোর সমর্থনপত্র রাজ্যপালের হাতে তুলে দেন ৷