কলকাতা, 20 ফেব্রুয়ারি: বৃন্দা কারাতের নেতৃত্বে সন্দেশখালি পথে সিপিএমের মহিলা ব্রিগেড । মঙ্গলবার সকাল সাড়ে 8টা নাগাদ সিপিএমের মহিলা সংগঠন এআইডিডব্লিউএ-এর কলকাতা অফিসে পৌঁছন সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত । সেখানে প্রাথমিক বৈঠক সেরে এআইডিডব্লিউএ-এর নেত্রী কনীনিকা ঘোষ-সহ একাধিক নেতানেত্রীকে নিয়ে সন্দেশখালি উদ্দেশ্যে রওনা দেন বৃন্দা কারাত । সায়েন্স সিটি হয়ে তাঁরা ন্যাজাটের দিকে যাবেন বলে জানা গিয়েছে ।
এই বিষয়ে সিপিএমের মহিলা সংগঠন এআইডিডব্লিউএ-র বক্তব্য, সন্দেশখালির মহিলাদের সম্মান ভূলুণ্ঠিত । এরপর চলছে জুলুমবাজি । ওখানকার মহিলারা সম্মানরক্ষার জন্য এক ইঞ্চি জমি ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে । মূল অপরাধীকে গ্রেফতার না-করে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরদারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে । পাশে আছে ছাত্র-যুব মহিলারা । মহিলাদের সাহসী লড়াইকে কুর্নিশ জানাতে এবং ছাত্র-যুব মহিলারা পুলিশি বাধা উপেক্ষা করেই লড়াই জারি রাখতে দৃপ্ত অঙ্গীকার ঘোষণা করছে ।