পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ববি - Lok Sabha Election 2024

Diamond Harbour BJP Candidate: ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস (ববি)৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 11:42 AM IST

Updated : Apr 16, 2024, 12:27 PM IST

কলকাতা, 16 এপ্রিল: ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে লড়বেন অভিজিৎ দাস (ববি) ৷ দীর্ঘ টালবাহানার পরে অবশেষে ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম প্রকাশ করল বিজেপি। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস বিজেপির শ্রমিক নেতা হিসেবেই পরিচিত। ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস ওরফে ববি।

তবে রাজনীতিতে নতুন নন অভিজিৎ দাস ৷ এর আগে 2014 লোকসভা ভোটেও প্রার্থী হয়েছিলেন ববি ৷ ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই সেবার ববিকে টিকিট দিয়েছিল বিজেপি ৷ প্রবল মোদি হাওয়া সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লক্ষাধিক ভোটে হেরেছিলেন অভিজিৎ ৷ উল্লেখযোগ্যভাবে, সেবার প্রথম নির্বাচনে লড়েছিলেন অভিষেকও ৷ 2019 লোকসভা নির্বাচনে নীলাঞ্জন রায়কে দাঁড় করালেও এবার ফের ববিতেই আস্থা রাখল বিজেপি ৷ মঙ্গলবার ডায়মন্ডহারবার থেকে অভিষেকের বিরুদ্ধে তাঁকেই টিকিট দিল পদ্ম শিবির ৷

পর পর 2009 এবং 2014 দুই লোকসভা নির্বাচনেই ডায়মন্ড হারবার থেকে বিজেপির প্রতীকে ভোটে লড়েছিলেন অভিজিৎ দাস ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, 2019 সালে এই কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থানে ছিল ৷ সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম তৃতীয় হয়েছিলেন ৷ বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায় চার লক্ষ 70 হাজার 533টি ভোট পেয়েছিলেন ৷ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সেবার সাত লক্ষ 91 হাজার 127টি ভোট পেয়েছিলেন ৷ অন্যদিকে, 2014 সালের ভোটে তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ৷ ভোট পেয়েছিলেন দুই লক্ষ 858 টি। শতাংশের হিসেবে যা ছিল 15.92 শতাংশ। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন পাঁচ লক্ষ আট হাজারেরও বেশি ভোট। শতাংশের হিসেবে যা 40.13। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী আবুল হাসনত।

ডায়মন্ড হারবারেও পরিচিত মুখ অভিজিৎ দাস (ববি)। রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের সহ-আহ্বায়ক হিসাবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ বঙ্গ বিজেপির দাবি, অভিজিৎ দাস ডায়মন্ডহারবার কেন্দ্রকে ভালোভাবেই চেনেন। বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি হিসাবেও কাজ করেছেন তিনি।

আরও পড়ুন:

  1. কপ্টারে আয়কর হানা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেকের
  2. 'অভিষেকের কপ্টারে নাকি সোনা-টাকা আছে', আইটি তল্লাশি নিয়ে কোচবিহার থেকে সোচ্চার মমতা
Last Updated : Apr 16, 2024, 12:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details