কলকাতা, 11 ফেব্রুয়ারি:সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার অভিযোগ প্রসঙ্গে এবার শেখ শাহজান ও শিবু হাজরাদের বিরুদ্ধে কার্যত এনকাউন্টারের হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, "এই সমস্ত লোককে এনকাউন্টার করে মারা উচিত। লোক দেখাতে এখন গ্রেফতার করা হয়েছে ৷ দু'দিন বাদেই ছেড়ে দেওয়া হবে। এটা যোগীজির উত্তরপ্রদেশ হলে এতক্ষণে শাহাজান হোক বা শিবু হাজরার বাড়ির লোক শ্মশানে অপেক্ষা করত।"
এদিন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে আসেন সুকান্ত। হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি একথা বলেন। ইডি আধিকারিকদের মার খাওয়ার 37 দিন পরও এখনও অধরা শেখ শাহজাহান ৷ সেই প্রসঙ্গে সুকান্ত বলেন, "দুষ্টু ছেলেদের ডাকলে তারা আসে না। কান ধরে নিয়ে আসতে হয়।"
অন্যদিকে, রাজ্যসভার ভোটে তৃণমূলের তরফে তিন মহিলাকে পাঠানো হচ্ছে। সেই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন সুকান্ত। বলেন, "রাজ্যসভায় গেলে সংশ্লিষ্টরা অবশ্যই লাভবান হবেন। কিন্তু সেই মহিলাদের কী হবে যাঁদের শেখ শাহজান, শিবু হাজররা অত্যাচার করে! দিনের পর দিন যাঁরা এই অত্যাচারের শিকার সেই সমস্ত মহিলাদের কথা ভেবেছেন একবারও? তাঁরা কেন সভায় যাবেন ? তাঁদের বিধানসভা বা রাজ্যসভায় স্থান হচ্ছে না।"
বিজেপি নেতা বিকাশ সিং ও সিপিএম প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করে পুলিশ। সেই নিয়েও পুলিশের ভূমিকার নিন্দা করেন সুকান্ত মজুমদার। তাঁর কথায়, "উত্তম থানায় বসেছিল। পুলিশ নির্লজ্জের মত বলেছিল তার বিরুদ্ধে অভিযোগ নেই। তার বিরুদ্ধে গর্হিত অভিযোগ আছে। মহিলাদের অত্যাচার করেছে। তার পরেও পুলিশ গ্রেফতার করেনি। উলটে বিজেপির লোকসভার কনভেনরকে গ্রেফতার করেছে। সিপিএম প্রাক্তন বিধায়ক সেখানে ছিলেনই না। তাঁকেও গ্রেফতার করা হয়েছে। ব্যালান্স করার চেষ্টা করছে।"