পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

যোগীর উত্তরপ্রদেশ হলে শাহাজান-শিবু হাজরার বাড়ির লোক শ্মশানে অপেক্ষা করত, তোপ সুকান্তর

Sukanta Majumdar: বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে আসেন সুকান্ত। হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যোগী রাজ্যের প্রসঙ্গে টেনে অভিযুক্তদের এনকাউন্টার করা উচিত বলে তিনি দাবি করেন। 37 দিন পরও এখনও অধরা শেখ শাহজাহান ৷ এদিন সেই প্রসঙ্গে সুকান্ত বলেন, "দুষ্টু ছেলেদের ডাকলে আসে না। কান ধরে নিয়ে আসতে হয়।"

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 7:50 PM IST

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

কলকাতা, 11 ফেব্রুয়ারি:সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার অভিযোগ প্রসঙ্গে এবার শেখ শাহজান ও শিবু হাজরাদের বিরুদ্ধে কার্যত এনকাউন্টারের হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, "এই সমস্ত লোককে এনকাউন্টার করে মারা উচিত। লোক দেখাতে এখন গ্রেফতার করা হয়েছে ৷ দু'দিন বাদেই ছেড়ে দেওয়া হবে। এটা যোগীজির উত্তরপ্রদেশ হলে এতক্ষণে শাহাজান হোক বা শিবু হাজরার বাড়ির লোক শ্মশানে অপেক্ষা করত।"

এদিন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে আসেন সুকান্ত। হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি একথা বলেন। ইডি আধিকারিকদের মার খাওয়ার 37 দিন পরও এখনও অধরা শেখ শাহজাহান ৷ সেই প্রসঙ্গে সুকান্ত বলেন, "দুষ্টু ছেলেদের ডাকলে তারা আসে না। কান ধরে নিয়ে আসতে হয়।"

অন্যদিকে, রাজ্যসভার ভোটে তৃণমূলের তরফে তিন মহিলাকে পাঠানো হচ্ছে। সেই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন সুকান্ত। বলেন, "রাজ্যসভায় গেলে সংশ্লিষ্টরা অবশ্যই লাভবান হবেন। কিন্তু সেই মহিলাদের কী হবে যাঁদের শেখ শাহজান, শিবু হাজররা অত্যাচার করে! দিনের পর দিন যাঁরা এই অত্যাচারের শিকার সেই সমস্ত মহিলাদের কথা ভেবেছেন একবারও? তাঁরা কেন সভায় যাবেন ? তাঁদের বিধানসভা বা রাজ্যসভায় স্থান হচ্ছে না।"

বিজেপি নেতা বিকাশ সিং ও সিপিএম প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করে পুলিশ। সেই নিয়েও পুলিশের ভূমিকার নিন্দা করেন সুকান্ত মজুমদার। তাঁর কথায়, "উত্তম থানায় বসেছিল। পুলিশ নির্লজ্জের মত বলেছিল তার বিরুদ্ধে অভিযোগ নেই। তার বিরুদ্ধে গর্হিত অভিযোগ আছে। মহিলাদের অত্যাচার করেছে। তার পরেও পুলিশ গ্রেফতার করেনি। উলটে বিজেপির লোকসভার কনভেনরকে গ্রেফতার করেছে। সিপিএম প্রাক্তন বিধায়ক সেখানে ছিলেনই না। তাঁকেও গ্রেফতার করা হয়েছে। ব্যালান্স করার চেষ্টা করছে।"

ন্যাশনাল ক্রাইম রেকর্ড নিয়েও মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করেন বিজেপি রাজ্য সভাপতি। তথ্য চেপে যাওয়ার অভিযোগ করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না এখানে যে বিস্ফোরক অভিযোগ উঠেছে সেটা গোটা দেশ জানুক। জানলে রাজ্যের অন্য জায়গাতেও হয়তো মহিলারা মুখ খুলবেন। এই ধরনের অপরাধ করার পরেও অপরাধীরা কেন বহাল তবিয়তে ঘুরে বেড়াবে তা জানতে চাইবেন।" পাশাপাশি এই ঘটনায় তিনি ও বিরোধী দলনেতা সন্দেশখালি যাচ্ছেন বলেও জানান সুকান্ত।

আরও পড়ুন

'বেপাত্তা' শিবুর অভিযোগের ভিত্তিতে সন্দেশখালিতে গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক

'মমতার আশ্রয়ে কালীঘাটে রয়েছেন শাহজাহান', বিস্ফোরক দাবি শুভেন্দুর

সন্দেশখালিতে 'ননসেন্স গেম' বন্ধের নির্দেশ, ভিডিয়োবার্তা রাজ্যপালের

ABOUT THE AUTHOR

...view details