পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

নাম ঘোষণার আগেই অভিজিতের সমর্থনে নন্দীগ্রামে দেওয়াল লিখন বিজেপির - Former Justice Abhijit Gangopadhyay

Abhijit Gangopadhyay: মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ শুক্রবার তাঁকে বিজেপি প্রার্থী হিসেবে উল্লেখ করে দেওয়াল লিখন হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-2 ব্লকে ৷ যদিও বিজেপি এখনও তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেনি ৷

Abhijit Gangopadhyay
Abhijit Gangopadhyay

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 5:08 PM IST

Updated : Mar 8, 2024, 7:13 PM IST

নাম ঘোষণার আগেই অভিজিতের সমর্থনে নন্দীগ্রামে দেওয়াল লিখন বিজেপির

তমলুক, 8 মার্চ: সবেমাত্র তিনি যোগদান করেছেন বিজেপিতে ৷ পূর্ব মেদিনীপুরের তমলুকে তাঁর প্রার্থী হওয়া নিয়ে নানা মহলে জল্পনা শোনা যাচ্ছে ৷ তবে ঘোষণা হয়নি এখনও ৷ তার আগেই সেখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচার শুরু করে দিল গেরুয়া শিবির ৷ শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-2 ব্লকে তাঁকে বিজেপি প্রার্থী হিসেবে উল্লেখ করে দেওয়াল লিখতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে ৷ বিজেপির স্থানীয় কর্মীদের দাবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাঁরা তমলুকের প্রার্থী হিসেবে চান ৷ সেই কারণেই এই দেওয়াল লিখন ৷

লোকসভা নির্বাচন এখনও ঘোষণা না হলেও বিজেপি ইতিমধ্যে বাংলার 20টি আসনের নাম ঘোষণা করে দিয়েছে ৷ সেই 20টি আসনের মধ্য়ে একটি পূর্ব মেদিনীপুরের কাঁথি ৷ ওই আসনে বিজেপির প্রার্থী হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী ৷ শুভেন্দু-সৌমেন্দু বিজেপিতে যোগ দিলেও যোগ দেননি তমলুকের সাংসদ তথা শুভেন্দুর আরেক ভাই দিব্যেন্দু অধিকারী এবং কাঁথির সাংসদ শিশির অধিকারী ৷ তবে তাঁরা গত তিন বছরে তৃণমূলের সঙ্গেও সমদূরত্ব বজায় রেখে চলেছেন ৷

কাঁথিতে সৌমেন্দুর নাম ঘোষণা হয়ে যাওয়ার পর তমলুকে দিব্যেন্দুকেই বিজেপি প্রার্থী করতে পারে বলে অনেকে মনে করেছিলেন ৷ কিন্তু গত রবিবার থেকে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নাম ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে রাজনৈতিক মহলের অন্দরে ভাসতে থাকে ৷

রবিবারই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান ৷ এর পর মঙ্গলবার তিনি ইস্তফা দেন ৷ বৃহস্পতিবার তিনি যোগদান করেন বিজেপিতে ৷ কিন্তু তাঁর নাম এখনও তমলুকের বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা হয়নি ৷ তিনি বা রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বও এই নিয়ে কোনও মন্তব্য় করেননি ৷

এই পরিস্থিতিতে শুক্রবার নন্দীগ্রাম-2 ব্লকের হরিপুর ও ঝালেশ্বর অঞ্চলে দেখা যায় যে বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন করছে ৷ নন্দীগ্রামের বিধায়ক স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ফলে প্রশ্ন উঠেছে যে তাহলে কি শীর্ষ নেতৃত্বের অনুমোদন রয়েছে ? স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে প্রার্থী করার বিষয়টি প্রায় চূড়ান্ত ৷ উপরতলা থেকে তেমন নির্দেশ পেয়েই শুরু হয়েছে এই দেওয়াল লিখন ৷

যদিও এই বিষয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে নারাজ ৷ দীর্ঘদিনের শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত বিজেপি নেতা মেঘনাথ পালের বক্তব্য, ‘‘এলাকার মানুষের দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই এলাকায় প্রার্থী হিসেবে আসুন । তাই তাঁর নামে আমরা আগাম দেওয়াল লিখন শুরু করে দিয়েছি ।’’ এতে স্থানীয় কর্মীদের আবেগ বেশি কাজ করছে বলেই তাঁর দাবি ৷

আরেক বিজেপি কর্মী সুমনকুমার মণ্ডল বলেন, ‘‘অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় প্রাক্তন বিচারপতি ৷ উনি যেরকমভাবে চাকরি নিয়ে রায় ঘোষণা করেছেন, তাতে আমরা খুব খুশি । আর তমলুক লোকসভা কেন্দ্র থেকে উনি প্রার্থী হবেন বলে শুনেছি । তাই আমরা আগে থেকে ওঁর নামে দেওয়াল লিখন শুরু করেছি ।’’

অপরদিকে এই বিষয়ে নন্দীগ্রামের তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ বলেন, ‘‘বিজেপি কোনও রাজনৈতিক দল নয় । এটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন । আরএসএস দ্বারা পরিচালিত একটা ক্লাব । তাদের কোনও নীতি-আদর্শ আছে বলে মনে হচ্ছে না । যার যখন যা মনে হচ্ছে তাই লিখছে । যা ইচ্ছা তারা লিখুক কোনও সমস্যা নেই ।’’

আরও পড়ুন:

  1. বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে উৎখাতের হুঙ্কার অভিজিতের, পালটা কটাক্ষ অভিষেকের
  2. তৃণমূলের অপমানজনক মন্তব্যই বিজেপিতে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
  3. অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফায় হতাশ পরেশ-কন্যার চাকরি পাওয়া শিক্ষিকা
Last Updated : Mar 8, 2024, 7:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details