পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে সরে দাঁড়াতে সরাসরি মনোজ টিগ্গাকে বললেন জন বারলা - John Barla

Lok Sabha Elections 2024: বুধবার রেলের এক অনুষ্ঠানে মাদারিহাট স্টেশনে মুখোমুখি হন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা ও মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা ৷ মনোজকে এবার বিজেপি আলিপুরদুয়ারের প্রার্থী করেছে ৷ সেই নিয়ে ক্ষুব্ধ জন৷ তাই সরাসরি মনোজকে ওই পদ থেকে সরে দাঁড়াতে বললেন জন বারলা ৷

Alipurduar
Alipurduar

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 8:20 PM IST

Updated : Mar 6, 2024, 8:54 PM IST

আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে সরে দাঁড়াতে সরাসরি মনোজ টিগ্গাকে বললেন জন বারলা

আলিপুরদুয়ার, 6 মার্চ: বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় পশ্চিমবঙ্গের 20টি আসন ছিল ৷ ঘোষণা হতে না হতেই বিতর্ক তৈরি হয় আসানসোল আসন ঘিরে ৷ সেই আসনের প্রার্থী ভোজপুরী তারকা পবন সিং নিজেই সরে দাঁড়িয়েছেন ৷ এবার আলিপুরদুয়ারের প্রার্থী তথা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকেও সরে দাঁড়ানোর পরামর্শ দিলেন জন বারলা ৷

আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা মনোজের প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর থেকেই ক্ষুব্ধ ৷ বুধবার মনোজ টিগ্গা নিজেই জনের বাড়িতে গিয়েছিলেন ৷ সেখানে দুই নেতার সাক্ষাৎ হয়নি ৷ পরে মাদারিহাট রেল স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্টপেজের আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠানে দু’জন মুখোমুখি হন ৷ তখনই জন বারলা সরাসরি মনোজকে প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন ৷

এ দিনের অনুষ্ঠানে জন উপস্থিত ছিলেন না ৷ অনেকে বলছেন মনোজকে দেখেই নাকি তিনি চলে যান ৷ তবে স্টেশন চত্বরে জন বারলা যখন উপস্থিত ছিলেন, সেই সময় মনোজ টিগ্গা ছিলেন তাঁর পিছনেই ৷ বারলার অনুগামীরা নেতার নামে স্লোগানও দেন ৷ পরে একটি ঘরে ডিআরএম-এর সঙ্গেই উপস্থিত ছিলেন এই দুই নেতা ৷ সেখানে সরাসরি মনোজকে আলিপুরদুয়ার আসন থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন জন বারলা ৷

তার পর ঘরে উপস্থিত অন্যদের উদ্দেশ্যে বলেন, ‘‘মনোজ টিগ্গার হয়ে ভোট প্রচার করব না । মনোজ টিগ্গা আমার সাথে ছল করছে ।’’ এছাড়াও টানা তাঁকে ক্ষোভ উগরাতে দেখা যায় মনোজের বিরুদ্ধে ৷ পরে বেরিয়ে যাওয়ার সময় তিনি সংবাদমাধ্যমকে বলেন, "মনোজ টিগ্গার বিজেপির জেলা সভাপতি আমার সম্মতিতে হয়েছে । আমি ওকে ছোট ভাইয়ের মতো দেখতাম । প্রার্থীপদ পাওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ করেনি ।’’

এই কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ‘‘উপরন্তু আমাদের চা বাগান সংগঠনটিকে ভেঙে ফেলার চেষ্টা করেছে । জেলার বিধায়কদের আমার বিপক্ষে করেছে । আমি এগুলো বরদাস্ত করিনি আর করব না । নোংরামো করছে মনোজ দল নিয়ে । আমি চা বাগানের শ্রমিকদের নিয়ে আন্দোলন করছি আর করব । মনোজ টিগ্গার হয়ে প্রচার করব না ৷ আমি আদিবাসী দের নিয়ে আন্দোলন করতাম ও করব ।’’

এ দিন মাদারিহাট স্টেশন চত্বরে জন বারলা যতক্ষণ ছিলেন, ততক্ষণ কোনও কথা বলেননি মনোজ টিগ্গা ৷ এমনকী, সকলের সামনেই যখন জন বারলা তাঁকে দোষারোপ করছেন, তখনও নীরব ছিলেন মনোজ ৷ পরে তিনি বলেন, ‘‘কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন, এটা দল ঠিক করে । এখানে আমার কোনও হাত নেই ।’’

উল্লেখ্য, 2019 সালে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারের কেন্দ্রে বিরাট জয় পেয়েছিলেন জন বারলা । শুরুতে না হলেও 2021 সালে রদবদলের সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় জায়গা পান ৷ কিন্তু জন বারলা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তেমন কোনও কাজই করেনি বলে অভিযোগ উঠেছিল । দলের কর্মীরাও ক্ষোভ প্রকাশ করেছিলেন । সেই কারণেই তাঁকে প্রার্থী করা হয়নি বলে অভিযোগ ৷ আর তার জেরেই ক্ষুব্ধ জন বারলা ৷ তবে বিজেপির একাংশের মতে, উত্তরবঙ্গের চা বলয়ে আদিবাসী নেতা জন বারলার প্রভাব বরাবরই ছিল । ফলে জন বারলাকে অন্য কাজে লাগাতে পারে দল ৷

এদিকে বীরপাড়ার সিংহানিয়া চা বাগানের বাসিন্দা মনোজ টিগ্গা স্বচ্ছ ভাবমূর্তি একজন মানুষ । দীর্ঘদিন বিজেপি বিধায়ক ও স্বচ্ছ কর্মী হওয়ার সুবাদে জেলায় তিনি চষে বেরিয়েছেন । জেলার একজন পরিচিত মুখ মনোজ 2004 ও 2009 সালে লোকসভা ভোটেও লড়েছেন মনোজ । সেই সুবাদে কিছুটা বাড়তি সুবিধা পাবেন । কিন্তু আপাতত দেখতে হবে তিনি জন বারলার মান ভাঙাতে পারেন কি না, অথবা বিজেপির শীর্ষ নেতৃত্ব এই নিয়ে কোনও উদ্যোগ নেয় কি না !

আরও পড়ুন:

  1. মনোজ টিগ্গা প্রার্থী হতেই আলিপুরদুয়ারে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
  2. আসানসোলে বিহারীবাবুর পালটা ভোজপুরি নায়ক, দেবের মুখোমুখি বিজেপির হিরণ; বাদ বার্লা
  3. উত্তরে পদ্মে কাঁটা! আমার লোকদের কাঁদিয়েছে; মনোজকে এড়িয়ে বিস্ফোরক বার্লা
Last Updated : Mar 6, 2024, 8:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details