দার্জিলিং, 17 এপ্রিল:দলের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হওয়ার কারণে এবার বিজেপি বিধায়কের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। মঙ্গলবার কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী প্রত্যাহার করেছে কেন্দ্র । কারণ একটাই, তিনি দার্জিলিং লোকসভা আসনে দ্বিতীয়বার বিজেপি প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল হিসেবে লড়ছেন তাই ৷ তাঁর নির্বাচনী প্রতীক সেফটিপিন ৷ এই বিষয়ে কেন্দ্র সরকারের কাছে অভিযোগ জানাতেই বিজেপি বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ।
আর নিরাপত্তা প্রত্যাহার হতেই একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এবার নিজস্ব নিরাপত্তার জন্য রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন তিনি। এসব নিয়েই সরগরম শৈলরানির রাজনীতি ।
রাজু বিস্তাকেই দ্বিতীয়বার দার্জিলিং লোকসভা আসনে প্রার্থী করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনে চার লক্ষেরও বেশি আসনে জয় পেয়েছিলেন তিনি ৷ কিন্তু ভূমিপুত্র ইস্যুতে বিরোধিতা করে বসেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তাঁর অভিযোগ, দার্জিলিং লোকসভা আসনে সাড়ে 17 লক্ষ মানুষের মধ্যে বিজেপি একজন এমন কোনও ভূমিপুত্র পেল না যাকে প্রার্থী করা যেতে পারে ? বহিরাগত কাউকে প্রার্থী করা হলে তিনি নিজে তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছিলেন। আর করলেনও তাই । দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হতেই বিষ্ণুপ্রসাদ শর্মার ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার ।
এতদিন তিনি ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। সেখানে চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকত। বিষ্ণুপ্রসাদ শর্মার জন্য মোতায়েন করা হয়েছিল সিআইএসএফ জওয়ান । কিন্তু সোমবার মাঝরাতে তা প্রত্যাহার করে কেন্দ্র সরকার। বিষ্ণুপ্রসাদ শর্মার অভিযোগ, "আমার নিরাপত্তা প্রত্যাহার করেছে রাজু বিস্তা ও অমিত শাহ । এরপর আমার কিছু হলে তার দায় রাজু বিস্তা ও অমিত শাহের । তবে আমি রাজ্য সরকারের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছি ।"
আরও পড়ুন :
- অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ 4 বিজেপি নেতার নিরাপত্তার মেয়াদ বাড়াল কেন্দ্র
- চার 'ম'-এর গেরোয় হাঁসফাঁস অবস্থা নির্বাচন কমিশনের, মোকাবিলার নিদানও দিলেন রাজীব