পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

দেব আগে ঠিক করুন, উনি বিজেপি না তৃণমূলের প্রার্থী! কটাক্ষ রুদ্রনীলের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Rudranil Ghosh Slams Dev: শুক্রবার দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে প্রচারে এসে জনসমুদ্রে ভেসেছিলেন দেব  ৷ সেই নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ৷ তাঁর কথায়, দেব আগে ঠিক করুক বিজেপি, তৃণমূলের না কি মানুষের প্রার্থী ৷

Lok Sabha Election 2024
বিজেপির প্রচারে রুদ্রনীল থেকে কৌস্তভরা (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 5:42 PM IST

বিজেপির বর্ণাঢ্য শোভাযাত্রা দুর্গাপুরে (ইটিভি ভারত)

দুর্গাপুর, 11 মে:দুর্গাপুরে নির্বাচনী প্রচার থেকে ঘাটালের তৃণমূল প্রার্থী তথা স্টার ক্যাম্পেনার দেবকে তীব্র আক্রমণ শানালেন অভিনয় জগতের সতীর্থ রুদ্রনীল ঘোষ ৷ অভিনেতা তথা বিজেপি নেতা শনিবার বলেন, "আমার সহকর্মী আগে ঠিক করুন উনি তৃণমূল, বিজেপি না কী উনি মানুষের প্রার্থী । তাহলে যারা মানুষের সঙ্গে দুর্নীতি করেছে তিনি তাদের হয়ে কী করে কথা বলেন ! যদি মানুষের হয়ে কথা বলেন, তাহলে তিনি দেব হোক আর মহাদেব, মানুষের পুজো পাবেন ।"

এর পরেই রুদ্রনীল ঘোষ রাজ্যজুড়ে বিজেপি প্রার্থীদের নরেন্দ্র মোদির এক একজন সৈনিক বলে ব্যাখ্যা করে তাদের পক্ষে মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান । অন্যদিকে কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া আইনজীবী কৌস্তব বাগচী বলেন, "এই লোকসভা নির্বাচনে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস নির্মূল হয়ে যাবে ।" এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'চোর' বলে কটাক্ষও করেন তিনি ।

মিছিলে আমজনতার নজর কাড়ল বাহুবলি বজরংবলী (নিজস্ব ছবি)

চতুর্থ দফা নির্বাচনের আগে আজ প্রচারের শেষ দিন । এই দফায় 13 মে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন । তার আগে শনিবার সকাল থেকেই দুর্গাপুরে জমজমাট নির্বাচনী প্রচার । বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে বাহুবলী বজরংবলীকে সামনে রেখে জমজমাট মিছিলের আয়োজন করা হয় । সেই মিছিলে অংশ নিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী পাপিয়া অধিকারী এবং আইনজীবী কৌস্তভ বাগচী । দুর্গাপুরের সাগরভাঙ্গা থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয় এ দিন । শুক্রবার দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে প্রচারে এসেছিলেন দেব ৷ ওই দিন তিনি জনসমুদ্রে ভাসেন । আজ সে নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না রুদ্রনীল ঘোষ ৷

আরও পড়ুন:

  1. ফের পদ্মে শিল্পতালুক, নাকি দুর্গাপুরের পিচে এবার নতুন কীর্তি ?
  2. দেবের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর বিজেপির
  3. দেবকে অবিলম্বে গ্রেফতার করা হোক, বিজেপি কর্মী খুনের তত্ত্বে দাবি হিরণের

ABOUT THE AUTHOR

...view details