গঙ্গারামপুর/কোচবিহার,16 ফেব্রুয়ারি: গোপন সূত্রে খবর পেয়ে পৃথক দুটি জায়গায় তল্লাশি চালিয়ে দক্ষিণ দিনাজপুরে দুটি আগ্নেয়াস্ত্র-সহ দুই রাউন্ড গুলি উদ্ধার করল পুলিশ ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু'জনকে । অন্যদিকে, কোচবিহারেও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । তিনটি পৃথক ঘটনায় চার রাউন্ড তাজা কার্তুজ-সহ গ্রেফতার করা হয়েছে তিনজন দুষ্কৃতীকে ৷
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা এলাকায় শনিবার রাতে ঘটনাটি ঘটে । রবিবার ধৃত দু'জনকে সাতদিনের পুলিশি হেফাজত চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে গঙ্গারামপুর থানার পুলিশ ৷ বিচারক ধৃতদের চারদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন ৷ ধৃত একজনের নাম নিরঞ্জন দাস (48), বাড়ি গঙ্গারামপুর থানার সাহা পাড়া এলাকায় ৷ অপরজনের নাম প্রীতম দাস (28), বাড়ি গঙ্গারামপুরের জ্যোতিবসু রোড এলাকায় ।
![firearms recovered](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16-02-2025/23555799-gun_aspera.jpg)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গঙ্গারামপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, দু'জনের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে । ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার আইসির নেতৃত্বে ওই দু'জনের বাড়িতে হানা দেয় পুলিশ । দু'জনের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে তারা । ঘটনায় ওই দু'জনকে গ্রেফতার করে গঙ্গারামপুর থানায় নিয়ে আসা হয় । রবিবার সকালে ধৃত দু'জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে, সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ ।
![firearms recovered](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16-02-2025/23555799-firearms_aspera.jpg)
এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ পৃথক দুটি জায়গায় তল্লাশি চালায় এবং আগ্নেয়াস্ত্র-সহ 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করে ৷ সেই সঙ্গে দু'জনকে গ্রেফতার করা হয় গতকাল রাতে । রবিবার দু'জনকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাতদিনের পুলিশি হেফাজত চাওয়া হয় ৷ মহকুমা আদালত চারদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে ।"
![firearms recovered](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16-02-2025/wb-crb-02-arms-recovery-7205341_16022025160622_1602f_1739702182_883.jpg)
অন্যদিকে একই রাতে কোচবিহার জেলার কোতয়ালি, শীতলকুচি ও নয়ারহাট থানা এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয় ৷ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ । এনিয়ে চলতি মাসেই ন'টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল কোচবিহারে । পুলিশ জানিয়েছে, গত জানুয়ারি মাসে আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল ।
![firearms recovered](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16-02-2025/wb-crb-02-arms-recovery-7205341_16022025160622_1602f_1739702182_50.jpg)
কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, "লাগাতার অভিযান চালানো হচ্ছে । যাদের কাছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাওয়া যাচ্ছে তারা এগুলো কোথায় পেল এবং কী উদ্দেশ্যে তারা এটা নিজেদের কাছে রেখেছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে ।"
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলো ব্যাপক আগ্নেয়াস্ত্রের ব্যবহার করে থাকে । গত 2023 সালের পঞ্চায়েত ও 2024 সালের লোকসভা নির্বাচনে এগুলোর ব্যবহার হতে দেখা যায় । কিন্তু পরবর্তীতে আগ্নেয়াস্ত্র ব্যবহার না হলেও কোচবিহার জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মাঝেমধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে ।
![firearms recovered](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16-02-2025/wb-crb-02-arms-recovery-7205341_16022025160622_1602f_1739702182_31.jpg)
গত 29 জানুয়ারি দিনহাটা, পুণ্ডিবাড়ি ও মাথাভাঙা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল তিন দুষ্কৃতীকে । এরপর গত সপ্তাহেও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে কোতয়ালি, শীতলকুচি ও নয়ারহাট থানা এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়ারহাট থানার পুলিশ খবর পায় কিশামত মকোরারি গ্রামের বাসিন্দা রুবেল মিয়ার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে । সেটি একজনকে বিক্রির উদ্দেশে নিয়ে আসা হয়েছিল । পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ-সহ তাঁকে গ্রেফতার করে । অপরদিকে শীতলকুচিতে আগ্নেয়াস্ত্র-সহ আজিমূল মিয়া ও কোতয়ালি থানার পুলিশ আগ্নেয়াস্ত্র-সহ বিশ্বজিৎ বর্মনকে গ্রেফতার করেছে ।