ETV Bharat / state

2টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার গঙ্গারামপুরে, কোচবিহারে কার্তুজ-সহ ধৃত 3 - FIREARMS RECOVERED

গঙ্গারামপুরের ঘটনায় দু'জনকে গ্রেফতার করে পুলিশ ৷ আদালত ধৃতদের চারদিনের পুলিশ হেফাজত দিয়েছে ৷ কোচবিহারের পুলিশ সুপার জানিয়েছেন, লাগাতার অভিযান চালানো হচ্ছে ৷

firearms recovered
গঙ্গারামপুর থানা এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2025, 5:54 PM IST

গঙ্গারামপুর/কোচবিহার,16 ফেব্রুয়ারি: গোপন সূত্রে খবর পেয়ে পৃথক দুটি জায়গায় তল্লাশি চালিয়ে দক্ষিণ দিনাজপুরে দুটি আগ্নেয়াস্ত্র-সহ দুই রাউন্ড গুলি উদ্ধার করল পুলিশ ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু'জনকে । অন্যদিকে, কোচবিহারেও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । তিনটি পৃথক ঘটনায় চার রাউন্ড তাজা কার্তুজ-সহ গ্রেফতার করা হয়েছে তিনজন দুষ্কৃতীকে ৷

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা এলাকায় শনিবার রাতে ঘটনাটি ঘটে । রবিবার ধৃত দু'জনকে সাতদিনের পুলিশি হেফাজত চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে গঙ্গারামপুর থানার পুলিশ ৷ বিচারক ধৃতদের চারদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন ৷ ধৃত একজনের নাম নিরঞ্জন দাস (48), বাড়ি গঙ্গারামপুর থানার সাহা পাড়া এলাকায় ৷ অপরজনের নাম প্রীতম দাস (28), বাড়ি গঙ্গারামপুরের জ্যোতিবসু রোড এলাকায় ।

firearms recovered
গঙ্গারামপুরে দুটি আগ্নেয়াস্ত্র-সহ দুই রাউন্ড গুলি উদ্ধার (নিজস্ব ছবি)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গঙ্গারামপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, দু'জনের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে । ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার আইসির নেতৃত্বে ওই দু'জনের বাড়িতে হানা দেয় পুলিশ । দু'জনের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে তারা । ঘটনায় ওই দু'জনকে গ্রেফতার করে গঙ্গারামপুর থানায় নিয়ে আসা হয় । রবিবার সকালে ধৃত দু'জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে, সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ ।

firearms recovered
গঙ্গারামপুরে গ্রেফতার করা হয়েছে দু'জনকে (নিজস্ব ছবি)

এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ পৃথক দুটি জায়গায় তল্লাশি চালায় এবং আগ্নেয়াস্ত্র-সহ 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করে ৷ সেই সঙ্গে দু'জনকে গ্রেফতার করা হয় গতকাল রাতে । রবিবার দু'জনকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাতদিনের পুলিশি হেফাজত চাওয়া হয় ৷ মহকুমা আদালত চারদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে ।"

firearms recovered
তিনটি পৃথক ঘটনায় পাকড়াও তিনজন (নিজস্ব ছবি)

অন্যদিকে একই রাতে কোচবিহার জেলার কোতয়ালি, শীতলকুচি ও নয়ারহাট থানা এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয় ৷ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ । এনিয়ে চলতি মাসেই ন'টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল কোচবিহারে । পুলিশ জানিয়েছে, গত জানুয়ারি মাসে আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল ।

firearms recovered
কোচবিহারে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিনজন (নিজস্ব ছবি)

কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, "লাগাতার অভিযান চালানো হচ্ছে । যাদের কাছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাওয়া যাচ্ছে তারা এগুলো কোথায় পেল এবং কী উদ্দেশ্যে তারা এটা নিজেদের কাছে রেখেছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে ।"

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলো ব্যাপক আগ্নেয়াস্ত্রের ব্যবহার করে থাকে । গত 2023 সালের পঞ্চায়েত ও 2024 সালের লোকসভা নির্বাচনে এগুলোর ব্যবহার হতে দেখা যায় । কিন্তু পরবর্তীতে আগ্নেয়াস্ত্র ব্যবহার না হলেও কোচবিহার জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মাঝেমধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে ।

firearms recovered
কোচবিহারে আগ্নেয়াস্ত্র উদ্ধার (নিজস্ব ছবি)

গত 29 জানুয়ারি দিনহাটা, পুণ্ডিবাড়ি ও মাথাভাঙা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল তিন দুষ্কৃতীকে । এরপর গত সপ্তাহেও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে কোতয়ালি, শীতলকুচি ও নয়ারহাট থানা এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়ারহাট থানার পুলিশ খবর পায় কিশামত মকোরারি গ্রামের বাসিন্দা রুবেল মিয়ার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে । সেটি একজনকে বিক্রির উদ্দেশে নিয়ে আসা হয়েছিল । পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ-সহ তাঁকে গ্রেফতার করে । অপরদিকে শীতলকুচিতে আগ্নেয়াস্ত্র-সহ আজিমূল মিয়া ও কোতয়ালি থানার পুলিশ আগ্নেয়াস্ত্র-সহ বিশ্বজিৎ বর্মনকে গ্রেফতার করেছে ।

গঙ্গারামপুর/কোচবিহার,16 ফেব্রুয়ারি: গোপন সূত্রে খবর পেয়ে পৃথক দুটি জায়গায় তল্লাশি চালিয়ে দক্ষিণ দিনাজপুরে দুটি আগ্নেয়াস্ত্র-সহ দুই রাউন্ড গুলি উদ্ধার করল পুলিশ ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু'জনকে । অন্যদিকে, কোচবিহারেও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । তিনটি পৃথক ঘটনায় চার রাউন্ড তাজা কার্তুজ-সহ গ্রেফতার করা হয়েছে তিনজন দুষ্কৃতীকে ৷

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা এলাকায় শনিবার রাতে ঘটনাটি ঘটে । রবিবার ধৃত দু'জনকে সাতদিনের পুলিশি হেফাজত চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে গঙ্গারামপুর থানার পুলিশ ৷ বিচারক ধৃতদের চারদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন ৷ ধৃত একজনের নাম নিরঞ্জন দাস (48), বাড়ি গঙ্গারামপুর থানার সাহা পাড়া এলাকায় ৷ অপরজনের নাম প্রীতম দাস (28), বাড়ি গঙ্গারামপুরের জ্যোতিবসু রোড এলাকায় ।

firearms recovered
গঙ্গারামপুরে দুটি আগ্নেয়াস্ত্র-সহ দুই রাউন্ড গুলি উদ্ধার (নিজস্ব ছবি)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গঙ্গারামপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, দু'জনের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে । ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার আইসির নেতৃত্বে ওই দু'জনের বাড়িতে হানা দেয় পুলিশ । দু'জনের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে তারা । ঘটনায় ওই দু'জনকে গ্রেফতার করে গঙ্গারামপুর থানায় নিয়ে আসা হয় । রবিবার সকালে ধৃত দু'জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে, সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ ।

firearms recovered
গঙ্গারামপুরে গ্রেফতার করা হয়েছে দু'জনকে (নিজস্ব ছবি)

এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ পৃথক দুটি জায়গায় তল্লাশি চালায় এবং আগ্নেয়াস্ত্র-সহ 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করে ৷ সেই সঙ্গে দু'জনকে গ্রেফতার করা হয় গতকাল রাতে । রবিবার দু'জনকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাতদিনের পুলিশি হেফাজত চাওয়া হয় ৷ মহকুমা আদালত চারদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে ।"

firearms recovered
তিনটি পৃথক ঘটনায় পাকড়াও তিনজন (নিজস্ব ছবি)

অন্যদিকে একই রাতে কোচবিহার জেলার কোতয়ালি, শীতলকুচি ও নয়ারহাট থানা এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয় ৷ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ । এনিয়ে চলতি মাসেই ন'টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল কোচবিহারে । পুলিশ জানিয়েছে, গত জানুয়ারি মাসে আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল ।

firearms recovered
কোচবিহারে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিনজন (নিজস্ব ছবি)

কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, "লাগাতার অভিযান চালানো হচ্ছে । যাদের কাছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাওয়া যাচ্ছে তারা এগুলো কোথায় পেল এবং কী উদ্দেশ্যে তারা এটা নিজেদের কাছে রেখেছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে ।"

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলো ব্যাপক আগ্নেয়াস্ত্রের ব্যবহার করে থাকে । গত 2023 সালের পঞ্চায়েত ও 2024 সালের লোকসভা নির্বাচনে এগুলোর ব্যবহার হতে দেখা যায় । কিন্তু পরবর্তীতে আগ্নেয়াস্ত্র ব্যবহার না হলেও কোচবিহার জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মাঝেমধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে ।

firearms recovered
কোচবিহারে আগ্নেয়াস্ত্র উদ্ধার (নিজস্ব ছবি)

গত 29 জানুয়ারি দিনহাটা, পুণ্ডিবাড়ি ও মাথাভাঙা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল তিন দুষ্কৃতীকে । এরপর গত সপ্তাহেও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে কোতয়ালি, শীতলকুচি ও নয়ারহাট থানা এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়ারহাট থানার পুলিশ খবর পায় কিশামত মকোরারি গ্রামের বাসিন্দা রুবেল মিয়ার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে । সেটি একজনকে বিক্রির উদ্দেশে নিয়ে আসা হয়েছিল । পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ-সহ তাঁকে গ্রেফতার করে । অপরদিকে শীতলকুচিতে আগ্নেয়াস্ত্র-সহ আজিমূল মিয়া ও কোতয়ালি থানার পুলিশ আগ্নেয়াস্ত্র-সহ বিশ্বজিৎ বর্মনকে গ্রেফতার করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.