পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'মমতার বিবেকের মৃত্যু হয়েছে', সন্দেশখালি নিয়ে তোপ রবিশঙ্করের

Ravi Shankar Prasad Slams Mamata Banerjee: সন্দেশখালি নিয়ে উত্তপ্ত রাজ্য তথা জাতীয় রাজনীতি ৷ বিজেপির প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করলেন ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন রবিশঙ্কর প্রসাদ

By PTI

Published : Feb 21, 2024, 3:56 PM IST

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: বাম জমানার অত্যাচারকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল সরকার ৷ সন্দেশখালিকাণ্ডে এমনটাই দাবি করল বিজেপি ৷ দিল্লির দলীয় সদর দফতর থেকে বুধবার বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবেকের মৃত্যু হয়েছে ৷ তিনি কি এই ব্যাপারে কিছু লুকোতে চাইছেন ?"

এলাকার দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত শেখ শাহাজাহান এখনও ফেরার ৷ এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার সন্দেশখালি ৷ ওই এলাকার মহিলারা অভিযোগ করেন, তাঁদের উপর যৌন নির্যাতন করা হয়েছে ৷ গণধর্ষণের অভিযোগও উঠেছে ৷ স্বভাবতই এমন ইস্যুতে রাজ্যের শাসকদলকে লাগাতার নিশানা করে চলেছে গেরুয়া শিবির ৷ রাজ্য বিজেপির পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতারাও আক্রমণ করছেন। এমনই আবহে মুখ্য়মন্ত্রী তথা রাজ্য প্রশাসনকে কড়া আক্রমণ করলেন রবিশঙ্কর প্রসাদ। তাঁর প্রশ্ন, 'ইন্ডিয়া' জোটের দলগুলি সন্দেশখালি নিয়ে চুপ করে রয়েছে কেন ?

সাংবাদিক বৈঠক থেকে প্রবীণ বিজেপি নেতা আরও বলেন, "সন্দেশখালি ইস্যুটি দিনে দিনে আরও গুরুতর হয়ে উঠছে ৷ মহিলাদের উপর যৌন হেনস্তা, অপমান আমাদের সমাজ ও গণতন্ত্রের জন্য লজ্জার ৷" তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সন্দেশখালির ঘটনা সমর্থন করার অভিযোগ তোলেন ৷

প্রসাদের কথায়, "অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন ৷ তিনি অনির্দিষ্টকালীন ধরনায় বসেছেন ৷ আজ তাঁর অত্যাচার, তাঁর পুলিশের নিপীড়ন সেই সময়ের সিপিএমের শাসনকালকেও ছাড়িয়ে গিয়েছে ৷ এটা লজ্জাজনক ৷ তাঁর বিবেক আজ কোথায় ? আমার মনে হয় তাঁর বিবেকের মৃত্যু হয়েছে।" মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, "মমতাজি, আপনাকে উত্তর দিতেই হবে ৷ আপনাকে এর মূল্যও চোকাতে হবে ৷ মানুষ রাজনৈতিকভাবে আপনাকে উত্তর দেবে ৷" সোমবার রাতে সন্দেশখালিতে এক সাংবাদিককে গ্রেফতার করা হয় ৷ এই ঘটনারও তীব্র নিন্দা করেন রবিশঙ্কর ৷

আরও পড়ুন:

  1. প্রকাশ্যে শাহজাহানের দুই শাগরেদ শিবু-উত্তমের নয়া কীর্তি, ফুঁসছে সন্দেশখালি
  2. মুখ্যসচিব-ডিজির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব, আগামিকাল সন্দেশখালি যাচ্ছে এসটি কমিশন
  3. নজর ঘোরাতেই ইস্যু 'খালিস্তান', মোদিকে লেখা চিঠিতে মমতাকেও 'মিথ্যেবাদী' বললেন শুভেন্দু

ABOUT THE AUTHOR

...view details