পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'হতাশা থেকে অশান্তি করছে তৃণমূল', ভোট দিয়ে কটাক্ষ ছুড়লেন দিলীপ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Dilip Ghosh Accuses TMC: তৃণমূল হতাশা থেকে অশান্তি করছে ৷ কেশপুরের গন্ডগোল নিয়ে মন্তব্য করলেন দিলীপ ঘোষ ৷ সেই সঙ্গে জয়ের বিষয়ে চরম আত্মবিশ্বাসও দেখা গেল দিলীপের মধ্যে ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষ (নিজস্ব ভিডিয়ো)

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 2:07 PM IST

খড়গপুর, 25 মে: ভোট শান্তিপূর্ণ হচ্ছে বলে জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ এমনকী প্রার্থীকে আটকালে আদৌ ভোটে তার কোনও প্রভাব পড়ে না বলেও জানান রাজ্য বিজেপি'র প্রাক্তন সভাপতি ৷

দিলীপ ঘোষ (নিজস্ব ভিডিয়ো)

শনিবার খড়গপুরে ভোট দিতে এসেছিলেন এই কেন্দ্রের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। তিনি ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ৷ আর সেখানেই তিনি মেদিনীপুর ও কেশপুরের হিংসা নিয়ে মন্তব্য করেন। বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী বলেন, "কেশপুরের কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷ ভোট দিতে পারছেন ভোটাররা।" একইসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, "ঘাটাল কেন্দ্রের অন্তর্গত কেশপুরে গতবার লক্ষাধিক ভোটের লিড হয়েছিল তৃণমূলের ৷ এবার যাতে তা না-হয়, তাই আটকানোর চেষ্টা করছে হিরণ ৷"

আরও পড়ুন:অভিজিৎকে ঘিরে 'চোর' স্লোগান, 'হাড়গোড় ভেঙে দেব' হুমকি বিজেপি প্রার্থীর

ভোট দিয়ে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ আরও বলেন, "প্রার্থীকে আটকে ভোট আটকানো যায় না। বর্ধমানেও আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু, ভোট আটকাতে পারেনি ৷ তৃণমূল হতাশ হয়ে আমাদের প্রার্থীদের আটকানোর চেষ্টা করছে।" পাশাপাশি আত্মবিশ্বাসের সুরে দিলীপ ঘোষ বলেন, "এই দফার আটটি আসনের আটটিই আমরা জিতব।" খড়গপুর শহরের শেরশাহ স্টেডিয়ামের 263 নম্বর বুথে ভোট দিয়ে ঠিক এমনটাই জানালেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ।

আরও পড়ুন:অগ্নিগর্ভ কেশপুরে হিরণকে ঘিরে বিক্ষোভ, 'অভিনয়' বলে কটাক্ষ দেবের

ABOUT THE AUTHOR

...view details