মুম্বই, 6 মার্চ: লোকসভার আসন সংখ্যার নিরিখে মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে ৷ সেখানে লোকসভার আসন সংখ্যা 48 ৷ ওই রাজ্যে এনডিএ-র শরিক তিনটি দল বিজেপি, শিবসেনা (শিন্দে শিবির) ও এনসিপি (অজিত পাওয়ার শিবির) এখনও আসন ভাগাভাগি চূড়ান্ত করতে পারেনি ৷ সূত্রের খবর, তিনপক্ষই সবচেয়ে বেশি আসন চাইছে ৷ সেই কারণে জটিলতা তৈরি হয়েছে ৷ এখন গেরুয়া শিবিরের আশঙ্কা, এই জটিলতা লোকসভা নির্বাচনে খারাপ প্রভাব ফেলতে পারে ৷
এই পরিস্থিতিতে আসরে নেমেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি পৌঁছেছেন মুম্বইয়ে ৷ মঙ্গলবার রাতেই তিনি অন্য শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন ৷ ওই বৈঠক শুরু হয় রাত 10টা 15 মিনিট নাগাদ ৷ শুরুতেই অমিত শাহ প্রায় আধঘণ্টা ধরে বৈঠক করেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে ৷ সেখানে উপস্থিত ছিলেন ওই রাজ্য়ের আরেক উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ ৷ এর পর তিনি বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে ৷ সেই বৈঠক চলে প্রায় এক ঘণ্টা ৷ তার পরও ঐকমত্য তৈরি হয়নি বলেই খবর ৷
সূত্রের খবর, মহারাষ্ট্রের 48টি আসনের মধ্যে বিজেপি 30টি আসনে লড়তে চায় ৷ একনাথ শিন্ডের শিবসেনাকে 12টি ও অজিত পাওয়ারের এনসিপি-কে ছ’টি আসন দিতে চায় বিজেপি ৷ গেরুয়া শিবির মনে করে সারা দেশে 370টি আসন ও এনডিএ-র 400 জিততে হলে মহারাষ্ট্রে এই ফর্মুলা খুবই জরুরি ৷