পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

91 কোটি টাকারও বেশি সম্পত্তি 'টুয়েলভ পাশ' কঙ্গনার, হলফনামায় জানালেন মান্ডির বিজেপি প্রার্থী - Lok Sabha Election 2024

Kangana Ranaut Assets Declaration: বলিউড অভিনেত্রী তথা মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতের কাছে কোটি টাকার গাড়ি ও গহনা রয়েছে । প্রতি বছর কোটি টাকা আয় করেন তিনি ৷ তবে তাঁর 17 কোটি টাকার বেশি ঋণ রয়েছে । মনোনয়নের জমা দেওয়া সময় হলফনামায় এমনই জানালেন কঙ্গনা ৷

Kangana Ranaut Assets Declaration
91 কোটির মালকিন কঙ্গনা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 11:46 AM IST

সিমলা, 15 মে: 91 কোটিরও বেশি সম্পত্তি রয়েছে ৷ নির্বাচন কমিশনের হলফনামায় এমনটাই জানালেন বিজেপির তারকা প্রার্থী কঙ্গনা রানাওয়াত ৷ হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে বিজেপির হয়ে লড়ছেন বলিউডের এই তারকা ৷ মঙ্গলবার ডিসি মান্ডির অফিসে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং হিমাচলে বিজেপির রাজ্য সভাপতি রাজীব বিন্দোল ৷ সেখানে নিজের শিক্ষা, সম্পত্তি এবং ফৌজদারি মামলা সম্পর্কে সমস্ত তথ্য পেশ করেন তিনি ৷ সেই তথ্যানুসারে মাত্র দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন কঙ্গনা ৷

হলফনামায় কঙ্গনার সম্পত্তির বিবরণ:-

  • 6 কেজি 700 গ্রাম সোনার গয়না
  • 5 কোটি টাকার সোনার গয়না
  • বাসনপত্র, গহনা নিয়ে 60 কেজি ওজনের রুপো
  • রুপোর দাম 50 লক্ষ টাকা
  • 3 কোটি টাকার হীরার গহনা
  • 98 লক্ষেরও বেশি মূল্যের একটি বিএমডব্লিউ গাড়ি
  • 58 লক্ষ টাকারও বেশি মূল্যের মার্সিডিজ বেঞ্জ গাড়ি
  • 3 কোটি 91 লক্ষ টাকার মার্সিডিজ মেব্যাচ
  • 53 হাজার টাকার একটি ভেসপা স্কুটার
  • এই মুহূর্তে নগদ 2 লক্ষ টাকা রয়েছে তারকা প্রার্থীর কাছে

সবমিলিয়ে 28 লক্ষ 73 হাজার কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে অভিনেত্রীর

  • 17 কোটি 38 লক্ষ টাকার ঋণও রয়েছে এই তারকা প্রার্থীর
  • 62 কোটি 92 লক্ষ টাকার স্থাবর সম্পত্তি
  • মোট 91 কোটি 50 লক্ষ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালকিন হলেন কঙ্গনা ।

মামলা:

  • তাঁর বিরুদ্ধে 8টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে ৷

কঙ্গনার আয়: গত পাঁচ বছরে 50 কোটি টাকারও বেশি আয়ের হিসেব দেখিয়েছেন মান্ডির এই বিজেপি প্রার্থী ৷ হলফনামায় দেওয়া তথ্যানুসারে, 2022-23 অর্থবর্ষে তাঁর আয় হয়েছে 4 কোটি 12 লক্ষ টাকা ৷ কিন্তু পরিসংখ্যান বলছে, 2018-19 অর্থবর্ষের তুলনায় তাঁর এই আয় যথেষ্ট কম ৷ পাশাপাশি, 2019-20 সালে 10 কোটি 31 লক্ষ টাকার বেশি আয় দেখিয়েছেন কঙ্গনা ৷ 2020-21 অর্থবর্ষে তাঁর আয় ছিল 11 কোটি 95 লক্ষ টাকা ৷ 2021-22 সালে কঙ্গনার আয় ছিল 12 কোটি 30 লক্ষ টাকা ৷

কঙ্গনার বিনিয়োগ:বিনিয়োগের জন্য রাষ্ট্রীয় সংস্থা এলআইসি-কে ভরসা করেন বলিউডের এই অভিনেত্রী ৷ এলআইসি-র মোট 50টি পলিসি রয়েছে কঙ্গনার । এর মধ্যে 10 লক্ষ টাকার 49টি পলিসি এবং 5 লক্ষ টাকার একটি পলিসি রয়েছে তাঁর নামে ৷ 'মণিকর্ণিকা' সিনেমার 99 হাজার 990 টাকা মূল্যের 9 হাজার 999টি শেয়ারও কিনেছেন তিনি । এছাড়াও 1 কোটি 20 লক্ষ টাকার মূলধন বিনিয়োগ রয়েছে তাঁর । মুম্বইয়ের পালি হিল এলাকায় 21 কোটি টাকারও বেশি মূল্যের একটি বাড়িও রয়েছে কঙ্গনার । এছাড়া মানালিতে আড়াই কোটি টাকার একটি বাড়ি, পঞ্জাবের জিরাকপুরে 2 কোটি 43 লক্ষ টাকার রিয়েল এস্টেট সম্পত্তি রয়েছে কঙ্গনার । মুম্বইয়ের বাড়ির বর্তমান বাজার মূল্য 23 কোটি টাকার বেশি এবং মানালির বাড়ির বর্তমান বাজার মূল্য 4 কোটি 97 লক্ষ টাকারও বেশি । এছাড়াও পশ্চিম মুম্বইয়ের খারে এলাকায় 15 কোটি টাকারও বেশি মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে কঙ্গনার । হিমাচলের কুলুতে রয়েছে তাঁর দু'টি বাস্তু জমি রয়েছে ৷ যার দাম 95 লক্ষ টাকা এবং 1 কোটি 30 লক্ষ টাকা । তবে কঙ্গনার কোনও কৃষি জমি নেই । মুম্বইয়ের গোরেগাঁওয়ের আইডিবিআই ব্যাঙ্কের শাখায় কঙ্গনার অ্যাকাউন্টে 1 কোটি 7 লক্ষ টাকা জমা রয়েছে । একই ব্যাঙ্কের অন্য শাখায় 22 লক্ষেরও বেশি টাকা রয়েছে তাঁর নামে ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details