পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'উত্তরবঙ্গে বিজেপি ঝড় শুরু হয়েছে, তাতেই লণ্ডভণ্ড হচ্ছে', ফের বেফাঁস দিলীপ - Dilip Ghosh on Jalpaiguri storm - DILIP GHOSH ON JALPAIGURI STORM

Dilip Ghosh comment on Jalpaiguri storm: ভোট উত্তরবঙ্গে শুরু হচ্ছে, আর তার আগেই বিজেপির ঝড় শুরু হয়েছে ৷ জলপাইগুড়িতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া প্রসঙ্গে এমনই বেফাঁস মন্তব্য শোনা গেল দিলীপ ঘোষের গলায় ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 11:09 AM IST

ফের বেফাঁস দিলীপ ঘোষ

দুর্গাপুর, 1 এপ্রিল: ফের বিতর্কে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ উত্তরবঙ্গে ভয়াবহ ঝড়ে একাধিক প্রাণহানির ঘটনার পাশাপাশি উত্তরবঙ্গের বহু এলাকা বিধ্বস্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার রাতেই সেখানে পৌঁছনোর পরে সোমবার রাজ্যপাল আনন্দ বোস এবং অভিষেক বন্দোপাধ্যায় সেখানে যাচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোকবার্তা দিয়ে বিজেপি নেতৃত্বকে উদ্ধারকাজে নামার কথা বলেছেন। আর সেই ঝড় নিয়ে ফের বেফাঁস দিলীপ ঘোষ ৷ এদিন তিনি দাবি করেছেন, ভোট শুরু হচ্ছে তাই সেখানে বিজেপির ঝড় শুরু হয়ে গিয়েছে।

সকালে দুর্গাপুরের ক্লাব স্যান্টোস ময়দানে প্রাতঃভ্রমণের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ঝড় নিয়ে দিলীপ ঘোষের জবাব, "ভোট শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকেই। সেখানে বিজেপির ঝড় শুরু হয়ে গিয়েছে। আর তাতেই লণ্ডভণ্ড হয়ে গিয়েছে সব।" তিনি আরও বলেন, "এই সময় কালবৈশাখী হয়। তবে উত্তরবঙ্গে এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম। প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষকে সহায়তা করা সরকারের দায়িত্ব। আমাদের দলের লোকেরাও মানুষের পাশে দাঁড়িয়েছেন।" অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়া নিয়েও কটাক্ষ ছুড়ে দিয়েছেন দিলীপ ৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, "যাওয়া উচিত। উনি তো সরকারের প্রতিনিধি। উনি তো সরকার চালাচ্ছি বলেন।"

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভাতার, মন্তেশ্বরে বিজেপির দেওয়াল মুছে দেওয়া হচ্ছে ৷ দেওয়ালে লিখতে দেওয়া হচ্ছে না। মন্দিরে গেলে দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেখানকার বিধায়কের এলাকাতেই এই ঘটনা ঘটছে বলে অভিযোগ বিজেপির। সেই বিষয়ে দিলীপ বলেন, "আমি সব এলাকায় যাব। মেদিনীপুরে মাফিয়া রাজ শেষ করেছি ৷ বর্ধমান-দুর্গাপুরেও শেষ করব। দিলীপ ঘোষকে আটকাবার দম থাকলে আটকে দেখান ৷" সাতসকালে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার দুর্গাপুরের মাঠে প্রাতঃভ্রমণ সেরে 'বাচকে রেহেনা রে বাবা, বাচকে রেহেনা রে...' গানের সুরে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদকে তীব্র ভাষায় বলেন, "দলের লোকেরা এমন তাড়া করল যে মন্দিরের ভিতর ঢুকতে হলো তাঁকে ৷ তৃণমূল থেকে বাঁচার ইঙ্গিত পেয়ে গিয়েছেন উনি।"

মুখ্যমন্ত্রী গতকালই বলেছেন ইডি সিবিআই ডাকলে এখন স্পষ্ট বলে দিন ভোটের কাজে ব্যস্ত। এই প্রসঙ্গেও দিলীপ ঘোষের হুঁশিয়ারি, "ইডি-সিবিআই ডাকলে না গেলে কী হয় পার্থ আর অনুব্রতকে দেখলেই বুঝে যাবেন। আগে বলতো পুলিশ ছুঁলে 18 ঘা আর এখন ইডি সিবিআই ছুঁলে 42 ঘা। যারা চুরি করেছেন তাদের ভগবান ও বাঁচাতে পারবে না।" তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "ফুলের ওপর দিয়ে হাঁটার জন্য দিলীপ ঘোষ আসেনি আগুনের উপর হাঁটার জন্য।"

আরও পড়ুন

মৃত 4, আহত শতাধিক; রাতেই ঝড়ে বিধ্বস্ত এলাকায় মমতা

জলপাইগুড়ির মৃত্যুতে মর্মাহত মোদি, বিজেপি নেতৃত্বকে মাঠে নামার নির্দেশ

ABOUT THE AUTHOR

...view details