মুখোমুখি অর্জুন সিং (ইটিভি ভারত) ব্যারাকপুর, 20 মে: ভোটের শুরুতেই পার্থ ভৌমিককে হুঁশিয়ারি অর্জুনের ৷ সোমবার পঞ্চম দফার ভোটের দিন সকালেই নিজের বুথে ভোট দিতে যান অর্জুন সিং ৷ আর ভোট দিয়ে সরাসরি পার্থ ভৌমিকের বিরুদ্ধে অশান্তির অভিযোগ তুলেছেন অর্জুন সিং ৷ একই সঙ্গে, অশান্তি করতে এলে পার্থকে বুঝিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন।
এদিন সকালে বাড়ি থেকে ভোট দিতে বেরিয়ে হুঙ্কার ছাড়েন অর্জুন সিং ৷ ইটিভি ভারতকে তিনি বলেন, "আমাদের পরম্পরা সকাল সকাল ভোট দিই আমরা ৷" এরপরই অশান্তির অভিযোগ করে তিনি বলেন, "123 নম্বর বুথে পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি ৷ 198 ও 99 বুথে কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানেও আমাদের পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি ৷ পার্থ ভৌমিকের নির্দেশেই এসব কাজ হচ্ছে ৷ আমি বলব, এসব না করাই ভালো ৷ করলে সবার অসুবিধা হবে ৷ যে অশান্তি করবে, সে জবাব পাবে ৷ যা হবে দেখা যাবে ৷"
অন্যদিকে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিটাগড়ের 215 নম্বর বুথে উত্তেজনা ছড়ায় সকালে। ভোট কেন্দ্রের ভিতর থেকে ভুয়ো বিজেপির এজেন্টকে বের করে দিল কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, নিজেকে এজেন্ট পরিচয় দিয়ে ভোটকেন্দ্রের ভেতরে ঢুকেছিলেন ওই ব্যক্তি। কিন্তু ওই ব্যক্তি ওই বুথের ভোটার নয় বলেও অভিযো ওঠে। কেন্দ্রীয় বাহিনী সন্দেহ হওয়ায় তাঁকে সেই বুথ কেন্দ্র থেকে বের করে দেয়। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা ৷
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র । ব্যারাকপুর, আমডাঙা, জগদ্দল, নৈহাটি, বীজপুর, ভাটপাড়া এবং নোয়াপাড়া । তারমধ্যে ভাটপাড়ায় অর্জুন-পুত্র পবন ছাড়া 2021-এর বিধানসভা নির্বাচনে বাকি আসন গিয়েছিল তৃণমূলের ঝুলিতে ৷ জগদ্দলের সোমনাথ শ্যাম, নোয়াপাড়ার মঞ্জু বসু, আমডাঙার রফিকুর রহমান কিংবা ব্যারাকপুরের রাজ চক্রবর্তী ৷ প্রত্যেকেই প্রকাশ্যে অর্জুন-বিরোধী ৷ ফলে ‘নিজের ঘরে’ ফের পদ্ম ফোটাতে অর্জুনের সামনে বিস্তর হার্ডলস ৷
আরও পড়ুন