শিলিগুড়ি, 21 মার্চ:পাহাড়ে জমি ফিরে পেতে এ বার লোকসভা নির্বাচনে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সমর্থনে এবং নিজের দলের নেতৃত্বদের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন বিমল গুরুং ৷ দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে । যদিও এর আগে, কোন একটি কেন্দ্রীয় রাজনৈতিক দলকে সমর্থনের কথা জানিয়েছিলেন বিমল গুরুং । কিন্তু এ বার নিজেই নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেন । এ দিকে, সিপিআরএম, এবিজিএল ও অজয় এডওয়ার্ডের হামরো পার্টির মতো আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সঙ্গে মোর্চার আলোচনা চলছে বলে জানা গিয়েছে । নিজের এবং দলের অস্তিত্ব বাঁচাতে এ বার মরণ বাঁচন লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে মোর্চা ।
এ বিষয়ে গোর্খা জনমুক্তি মোর্চার মুখপাত্র নোমান রাই বলেন, "মোর্চা সভাপতি বিমল গুরুং নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে কেন্দ্রীয় কমিটির আলোচনায় সিদ্ধান্ত হয়েছে । পাহাড়ের বেশ কয়েকটি আঞ্চলিক দল ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে আলোচনাও হয়েছে । পাহাড়ের এবং পাহাড়বাসীর ন্যায় ও অধিকার পেতে তিনি ফের নির্বাচনী ময়দানে নামতে চলেছেন ।"
অন্যদিকে, হামরো পার্টির মুখপাত্র দিপু তামাং বলেন, "বিমল গুরুং এবং মোর্চা নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে ঠিকই । তবে এখনও আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি ।" যদিও বিমল গুরুংকে গুরুত্ব দিতে নারাজ পাহাড়ের শাসকদল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । বিজিপিএমের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, "বিমল গুরুংকে আমরা কোনও গুরুত্ব দিচ্ছি না । তাঁর এখন সেই সাংগঠনিক শক্তি নেই । তিনি প্রতিদ্বন্দ্বিতা করলে কোনও অসুবিধা হবে না ।"
প্রসঙ্গত, একদা পাহাড়ের অঘোষিত মুখ্যমন্ত্রী ছিলেন বিমল গুরুং । তাঁর সমর্থনেই প্রথম পাহাড়ে বিজেপি জয়লাভ করে । দু'বার তাঁর হাত ধরে লোকসভায় জায়গা করে নেয় বিজেপি । কিন্তু 2017 সালে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের আন্দোলনের পর তাঁর সাংগঠনিক শক্তি ক্ষয়িষ্ণু হতে শুরু করে । জিটিএ, পঞ্চায়েত নির্বাচনে তার প্রমাণ মেলে । যে কারণে পাহাড় থেকে ক্রমে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছিলেন বিমল গুরুং । সেই কারণে এ বার পায়ের তলা থেকে হারিয়ে যাওয়া মাটি ফিরে পেতে মরিয়া মোর্চা সুপ্রিমো । তাই লোকসভা নির্বাচনে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নিজের শেষ ও সর্বশক্তিতে লড়াইয়ে নামতে চলেছেন বিমল গুরুং । সেজন্য ইতিমধ্যে পাহাড়ের আনাচে-কানাচে গিয়ে প্রচারও শুরু করেছেন তিনি ।
আরও পড়ুন:
- বিমল গুরুংকে প্রার্থী চায় গোর্খা জনমুক্তি মোর্চা, তৃণমূলের গোপাল লামায় আস্থা অনিতদের
- গোর্খাল্যান্ড ছেড়ে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব বিমল গুরুং
- গোর্খাল্যান্ড নয়, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে কেপিপির সঙ্গে হাত মেলালো মোর্চা