আসানসোল, 4 এপ্রিল:এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি ৷ অন্য়দিকে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকেও প্রচারে তেমন দেখা যাচ্ছে না। এই আবহে নির্বাচনী ময়দানে একাই ঝড় তুলছেন আসানসোল লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী জাহানারা খান ৷ তাঁর প্রচারের সফরসঙ্গী ইটিভি ভারত ৷
রমজানে রোজা রেখেছেন তিনি ৷ অথচ চড়া রোদ মাথায় নিয়েই প্রচারের মাঠে কার্যত চষে বেড়াচ্ছেন বাম প্রার্থী ৷ কষ্ট হচ্ছে না তাঁর? উত্তরে জাহানারার উক্তি, "আমি খেটে খাওয়া শ্রমিক পরিবারের মেয়ে। আমরা 12 মাস মানুষের সঙ্গে কাজ করি ৷ সাধারণ মানুষের সঙ্গে আমাদের অতঃপ্রত সম্পর্ক রয়েছে ৷ সেই সম্পর্কের জন্য় ঘুরে বেড়াচ্ছি ৷ আমরা অভিনেতা-অভিনেত্রী নই ৷ রোদে আমাদের কষ্ট হয় না । আমরা সারা জীবন এই ভাবেই দৌড়াচ্ছি । এভাবেই হাঁটছি । সে কারণে পুরোটাই অভ্যেস ।"
তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁইছুঁই ৷ তাপপ্রবাহ শুরু হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে । পায়ে হেঁটে প্রচারে তবুও কষ্ট হচ্ছে না জাহানারার । "মানুষের অপূর্ব সাড়া ৷ যেখানেই যাচ্ছি সেখানেই ছোট, বড়, বয়স্ক সকলে বাড়ি থেকে বেরিয়ে এসে দু-হাত তুলে আশির্বাদ করছে ৷"