পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

চড়া রোদ, রোজা রেখেও প্রচারে ঝড় জাহানারার; সফরসঙ্গী ইটিভি ভারত - JAHANARA KHAN - JAHANARA KHAN

Jahanara Khan Interview: আসানসোলের নির্বাচনী ময়দানে একাই ঝড় তুলছেন ৷ কী চাইছেন আসানসোলের মানুষ ? সবকিছু নিয়ে ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে কথা বললেন বাম প্রার্থী জাহানারা খান ৷

Jahanara Khan Interview
সিপিএম প্রার্থী জাহানারা খান

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 5:33 PM IST

নির্বাচনী প্রচারে জাহানারা খান

আসানসোল, 4 এপ্রিল:এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি ৷ অন্য়দিকে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকেও প্রচারে তেমন দেখা যাচ্ছে না। এই আবহে নির্বাচনী ময়দানে একাই ঝড় তুলছেন আসানসোল লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী জাহানারা খান ৷ তাঁর প্রচারের সফরসঙ্গী ইটিভি ভারত ৷

রমজানে রোজা রেখেছেন তিনি ৷ অথচ চড়া রোদ মাথায় নিয়েই প্রচারের মাঠে কার্যত চষে বেড়াচ্ছেন বাম প্রার্থী ৷ কষ্ট হচ্ছে না তাঁর? উত্তরে জাহানারার উক্তি, "আমি খেটে খাওয়া শ্রমিক পরিবারের মেয়ে। আমরা 12 মাস মানুষের সঙ্গে কাজ করি ৷ সাধারণ মানুষের সঙ্গে আমাদের অতঃপ্রত সম্পর্ক রয়েছে ৷ সেই সম্পর্কের জন্য় ঘুরে বেড়াচ্ছি ৷ আমরা অভিনেতা-অভিনেত্রী নই ৷ রোদে আমাদের কষ্ট হয় না । আমরা সারা জীবন এই ভাবেই দৌড়াচ্ছি । এভাবেই হাঁটছি । সে কারণে পুরোটাই অভ্যেস ।"

তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁইছুঁই ৷ তাপপ্রবাহ শুরু হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে । পায়ে হেঁটে প্রচারে তবুও কষ্ট হচ্ছে না জাহানারার । "মানুষের অপূর্ব সাড়া ৷ যেখানেই যাচ্ছি সেখানেই ছোট, বড়, বয়স্ক সকলে বাড়ি থেকে বেরিয়ে এসে দু-হাত তুলে আশির্বাদ করছে ৷"

শহরাঞ্চল, গ্রামাঞ্চল কিংবা কোলিয়ারি অঞ্চল, কোনও এলাকা বাদ দিচ্ছেন না এই বাম প্রার্থী ৷ প্রতিদিনই ঢাকঢোল, ব্যান্ড পার্টি নিয়ে প্রচার চালাচ্ছেন তিনি ৷ "দলের প্রতিটা কমরেড আমার সঙ্গে আছেন ৷ তারা প্রয়োজন মত আমাকে ওআরএস দিচ্ছেন, খেয়াল রাখছেন ৷ আমার কমরেডরাই আমার সেন্ট্রাল ফোর্স ৷"

প্রচারে কেন্দ্রের ক্ষমতাশীল বিজেপি সরকারের বিরুদ্ধে যেমন গর্জে উঠছেন জাহানারা খান, তেমনই রাজ্য সরকারের বিরোধিতা করতে শোনা গিয়েছে । "দেওয়ালে পিঠ ঠেকেছে গরিব খেটে খাওয়া মানুষদের । তাই তারা আবার লাল ঝান্ডাকে আঁকড়ে ধরতে চাইছে", বলে জানান বাম প্রার্থী ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details