পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

বিজেপিতেই অর্জুন, সঙ্গী তৃণমূলের 'বড়' নেতা - Arjun Singh to Join BJP

Arjun Singh to Join BJP: শেষ পর্যন্ত ফের বিজেপিতেই যোগ দিচ্ছেন অর্জুন সিং ৷ একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, তাঁর সঙ্গে আরও একজন বড় তৃণমূল নেতা যোগ দেবেন বিজেপিতে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 12:35 PM IST

Updated : Mar 14, 2024, 3:08 PM IST

বিজেপিতেই অর্জুন

ব্যারাকপুর, 14 মার্চ: যাবতীয় জল্পনার অবসান ৷ শেষ পর্যন্ত ফের বিজেপিতেই যোগ দিচ্ছেন অর্জুন সিং ৷ একইসঙ্গে তিনি এও জানিয়েছেন, তাঁর সঙ্গে আরও একজন বড় তৃণমূল নেতা যোগ দিতে চলেছেন বিজেপিতে ৷

14 মার্চ, 2019 লোকসভা ভোটের আগে তৃণমূলের প্রার্থী তালিকায় নাম না-থাকায় ক্ষুব্ধ অর্জুন ফুল বদলে পদ্মে যোগ দিয়েছিলেন ৷ সে সময় মুকুল রায়ের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন অর্জুন ৷ এরপর তাঁর পছন্দ মতো ব্যারাকপুরে প্রার্থীও করা হয় অর্জুনকে ৷ তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে হারিয়ে ব্যারাকপুরে বিজেপির পতাকা তুলতেও সক্ষম হয়েছিলেন তিনি ৷ এরপর অবশ্য ফের দল বদলে তৃণমূলে গিয়েছিলেন অর্জুন ৷ কিন্তু জোড়া ফুলে তাঁর দ্বিতীয় ইনিংসও দীর্ঘস্থায়ী হল না ৷ একইভাবে প্রার্থীপদ নিয়ে অসন্তোষের কারণেই ফের পাঁচ বছর বাদে এসে একইদিনে ফের বিজেপিতে যোগ অর্জুনের ৷

বৃহস্পতিবার অর্জুন বলেন, "আমি বিজেপিতেই যোগ দিচ্ছি তা নিশ্চিত ৷ ব্যারাকপুর লোকসভা থেকে হাজার হাজার লোক বিজেপিতে যোগ দেবেন ৷ আর মানুষই শেষ কথা বলবে ৷ ব্যারাকপুর থেকে প্রার্থী হব কি না, তা দল সিদ্ধান্ত নেবে ৷ এটা সম্পূর্ণ দিল্লির সিদ্ধান্ত ৷ তবে মানুষ আমার সঙ্গে আছে ৷ দিল্লি বা কলকাতা যে কোনও জায়গায় যোগ দিতে পারি ৷" এখানেই শেষ নয়, তৃণমূলের ঘর ভাঙার ইঙ্গিতও দিয়েছেন অর্জুন ৷ তিনি বলেন, "আমার সঙ্গে আরও একজন বড় নেতা যোগ দেবেন ৷ তৃণমূলের অবশ্যই তিনি বড় নেতা ৷ দলের পোর্ট ফোলিও হোল্ডার ৷"

এখানেই অবশ্য এদিন থেমে থাকেননি অর্জুন সিং ৷ তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন এক সময়ের সতীর্থ এবং নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের বিরুদ্ধেও ৷ সেখানে সন্দেশখালির শেখ শাহজাহান প্রসঙ্গও তুলে ধরেছেন অর্জুন ৷ অর্জুনের স্পষ্ট অভিযোগ, পার্থ ভৌমিকের মদতে নৈহাটি এলাকাতেও বিঘার পর বিঘা জমি করায়ত্ত্ব করেছে শেখ শাহজাহান ৷ তিনি বলেন, "যেই মুহূর্তে প্রার্থী ঘোষণা হবে, তখন প্রথম কাজ হবে নৈহাটির বড়ো মায়ের কাছে আশীর্বাদ নেওয়া ৷ তারপর প্রচার শুরু করব ৷ যিনি প্রার্থী হয়েছেন তিনি অনেক অন্যায়, অত্যাচার করেছেন ৷ শেখ শাহজাহানের কত সম্পত্তি নৈহাটিতে কেনা হয়েছে, তার সঙ্গে বিধায়কের যোগ আছে কি না, তাও খতিয়ে দেখতে হবে ৷ বিধায়কের মদত ছাড়া সন্দেশখালির শেখ শাহজাহানের বিঘার পর বিঘার জমি কীভাবে কেনা সম্ভব ?"

অর্জুন সিং আরও বলেন, "পার্থ ভৌমিক পৌরসভায় গিয়ে কর্মীদের ধমকাচ্ছেন ৷ দল ছাড়লে কেস দেওয়ার ভয় দেখানো হচ্ছে ৷ আমার সঙ্গেও প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে ৷ এদের সাধারণ মানুষ ক্ষমা করবে না ৷ ব্যারাকপুর লোকসভা থেকে হাজার হাজার লোক বিজেপিতে যোগ দিচ্ছেন ৷ বিজেপির সাংসদ হয়ে যদি ব্রিগেডের সভামঞ্চে উপস্থিত থাকতে পারি, তাহলে ভাবুন তৃণমূলের কী অবস্থা হয়েছে !"

আরও পড়ুন:

  1. পুরনো তৃণমূলীদের কোণঠাসা করে লুঠপাটকারীদের গুরুত্ব দিয়েছে পার্থ, তোপ অর্জুনের
  2. পশ্চিমবঙ্গে পদ্ম ফুটবেই, সিএএ নিয়ে মমতাকে আক্রমণ করে 'শাহি হুঙ্কার'
  3. 'কঠিন নয়, যাদবপুরের লড়াই মর্যাদার'; প্রচারে সফরসঙ্গী ইটিভি ভারতকে বললেন সায়নী
Last Updated : Mar 14, 2024, 3:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details