দুর্গাপুর, 6 মে: ভোটব্যাংকের রাজনীতি করার জন্য রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যাননি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, সোমবার এমনই অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ তাঁর দাবি, ভোটব্যাংকের জন্য রামলালাকে বহিষ্কার করেছেন মমতা ও অভিষেক ৷
এ দিন অমিত শাহ নির্বাচনী জনসভা করেন দুর্গাপুরে ৷ সেই সভার মঞ্চ থেকে রামমন্দির ইস্যুতে তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে ৷ অমিত শাহের অভিযোগ, রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ কিন্তু তাঁরা যাননি৷ কেন যাননি ? কারণ, তাঁরা নিজেদের ভোটব্যাংককে ভয় পান ৷
তৃণমূল কংগ্রেসের ভোটব্যাংক বলতে তিনি কাদের বোঝাতে চাইছেন, দুর্গাপুরের সভামঞ্চ থেকে সেই ব্যাখ্যাও দেন অমিত শাহ ৷ তাঁর দাবি, অনুপ্রবেশকারীরাই তৃণমূল কংগ্রেসের ভোটব্যাংক ৷ এই ভোটব্যাংককে ভয় পান মমতা ও অভিষেক ৷ সেই কারণেই তাঁরা ভোটব্যাংক বাঁচাতে রামলালাকে বহিষ্কার করেছিলেন ৷ তাই মঞ্চ থেকে জনতার উদ্দেশ্যে অমিত শাহের প্রশ্ন, যাঁরা ভোটের ব্যাংকের জন্য রামের বহিষ্কার করেন, তাদের কি ভোট দেওয়া উচিত ?
অমিত শাহ এ দিন যেখানে সভা করেন, সেই এলাকা ছিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীনে ৷ ওই আসনে এবার বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ ৷ এ দিন ভাষণের শুরুতে দিলীপ ঘোষের প্রশংসা শোনা যায় অমিত শাহের গলায় ৷ তিনি জানান, বাংলায় যখন বিজেপির শক্তিবৃদ্ধি হয়, তখন সভাপতি ছিলেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘আমাদের দলের বড় নেতা দিলীপ ঘোষ ৷’’
উল্লেখ্য, দিলীপ ঘোষ যখন পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি হন, তখন বিজেপির বিধানসভায় কোনও প্রতিনিধি নেই ৷ বাংলা থেকে সাংসদও মাত্র দু’জন ৷ সেখান থেকে 2016 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির তিন বিধায়ক হন সেই সংখ্যা 2021 সালে গিয়ে পৌঁছায় 77 জনে৷ বিধানসভায় বিজেপি এখন প্রধান বিরোধী দল ৷ অন্যদিকে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে 18টি আসনে জেতে ৷
রাজনৈতিক বিশেষজ্ঞরা, বিজেপির এই শক্তিবৃদ্ধির কৃতিত্ব বরাবর দিলীপ ঘোষকেই দেন ৷ বিজেপির শীর্ষ নেতৃত্বও যে মনে করে বাংলায় বিজেপির উত্থানে দিলীপ ঘোষের বড় ভূমিকা রয়েছে, তা সোমবার দুর্গাপুরের সভায় অমিত শাহের বক্তব্য়ের পর কার্যত স্পষ্ট হয়ে গেল ৷