বালুরঘাট, 10 এপ্রিল: এনআইএ-র উপর হামলার অভিযোগকে সামনে রেখে বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সরাসরি অভিযোগ করলেন, বোমা বিস্ফোরণে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এর জন্য মমতার লজ্জিত হওয়া উচিত বলেও দাবি করেছেন অমিত শাহ ৷
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে 2022 সালের ডিসেম্বরে বিস্ফোরণ হয়েছিল ৷ সেই ঘটনার তদন্তে সম্প্রতি সেখানে যায় এনআইএ ৷ অভিযোগ, এনআইএ-র উপর হামলা করা হয়েছে ৷ পালটা এনআইএ-র বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে ৷ এই নিয়ে গত কয়েকদিনে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তোপ দেগেছেন বিজেপির বিরুদ্ধে৷ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলেছেন ৷
সেই নিয়েই বুধবার পালটা সরব হন অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘ভূপতিনগরে যারা বিস্ফোরণে জড়িত, তাদের জেলে পাঠানো উচিত ৷ তদন্তের দায়িত্ব হাইকোর্ট এনআইএ-কে দিয়েছে ৷ মমতাদিদি বিস্ফোরণে অভিযুক্তদের বাঁচাতে এনআইএ-র বিরুদ্ধে অভিযোগ করছে ৷ লজ্জা হওয়া উচিত মমতার ৷’’ একই সঙ্গে অমিত শাহ অভিযুক্তদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারিও দেন ৷
বালুরঘাটে বিজেপির প্রার্থী স্থানীয় সাংসদ তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর সমর্থনে প্রচার দিয়েই বাংলায় নির্বাচনী প্রচার শুরু করলেন অমিত শাহ ৷ আত্মবিশ্বাসের সঙ্গে বলে গেলেন যে বালুরঘাটে আবার বিজেপিকেই সমর্থন করবেন ভোটাররা ৷ তাঁর কথায়, ‘‘ভিড় দেখেই সভাপতিকে বলেছি যে বিজেপি এখানে জিতেই গিয়েছে ৷’’ পাশাপাশি তিনি বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন বালুরঘাটের উন্নয়ন না করার জন্য ৷ তাঁর কথায়, বালুরঘাটের উন্নয়নের জন্য বাংলাতেও বিজেপির সরকার দরকার ৷