সন্দেশখালি, 28 ফেব্রুয়ারি: 55 দিন পেরিয়ে গেলেও অধরা সন্দেশখালি-কাণ্ডের প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান ৷ তিনি গ্রেফতার না হওয়ায় দ্বীপ অঞ্চলের মানুষের মধ্যে ক্ষোভবিক্ষোভ আরও বাড়ছে ৷ সেসবের মধ্যে নয়া অভিযোগ সামনে এল শাহজাহানের বিরুদ্ধে ৷ অভিযোগ, বছর দুয়েক আগে রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের চার কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর করছিলেন শাহজাহান ৷ এই ঘটনায় তাঁর বিরুদ্ধে ন্যাজাট থানায় এফআইআরও দায়ের হয়েছিল ৷ কিন্তু, ওইটুকুই সার ! অভিযোগ পুলিশ এরপর আর কোনও পদক্ষেপই নেয়নি ৷
সূত্রের খবর, 2022 সালের 25 জুন শাহজাহানের বিরুদ্ধে ন্যাজাট থানায় সরকারি কর্মীদের মারধরের অভিযোগ দায়ের হয় ৷ অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছিল, শাহজাহানের নির্দেশে সন্দেশখালির সরবেড়িয়ায় রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের কাস্টমার সেন্টারে হানা দেয় একদল দুষ্কৃতী ৷ সেখানে স্টেশন ম্যানেজারের ঘরে ঢুকে পড়ে বেশ কয়েকজন ৷ তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ৷ শুধু তাই নয়, ওই অফিসের চার কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধরও করা হয় ৷ ঘটনাস্থলে নাকি শেখ শাহজাহান নিজেও উপস্থিত ছিলেন ৷
সেই ঘটনায় মারধর, বেআইনিভাবে জমায়েত, আঘাত, চুরি, সরকারি অফিসে বেআইনিভাবে প্রবেশ করে গণ্ডগোল পাকানো-সহ বেশকিছু ধারায় এফআইআর হয়েছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে ৷ শাহজাহান-সহ হামলাকারী কয়েকজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 147, 148, 149, 186, 447, 353, 332, 333, 326, 307, 427 ও 506 ধারায় মামলা দায়ের করে পুলিশ ৷ ব্যস ওই পর্যন্তই ! অভিযোগ, মামলার তদন্তে কোনও অগ্রগতি হয়নি। গ্রেফতার তো দূরের কথা অভিযুক্ত শেখ শাহজাহানকে ডেকে জিজ্ঞাসাবাদও করেনি পুলিশ !
এখানেই শেষ নয়, শাহজাহানের বিরুদ্ধে উঠেছে পুলিশকে মারধরেরও অভিযোগ উঠেছে ৷ বিদ্যুতের বিল বেশি আসছে, এই অভিযোগে শাহজাহানের নেতৃত্বে বাসন্তী হাইওয়ের সরবেড়িয়া মোড়ে অবরোধ করেছিল তাঁর অনুগামীরা ৷ অবরোধের জেরে অ্যাম্বুল্যান্স-সহ যানবাহন আটকে পড়ে ৷ অভিযোগ পাথরও ছোড়া হয় ৷ এমনকী পুলিশকে অবরোধকারীদের একাংশ মারধরও করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় ন্যাজাট থানায় অভিযোগ দায়ের হয় ৷ জাতীয় সড়ক আইন, রাজ্য সড়ক আইন ও সরকারি সম্পত্তি ভাঙচুর প্রতিরোধ আইনে মামলাও রুজু করে পুলিশ ৷ কিন্তু, সেই সময় কোনও তদন্ত হয়নি বলে অভিযোগ ৷ পরবর্তী সময়ে এই অভিযোগগুলি আদালতে জমা দেওয়া হয়েছে ইডির তরফে ৷
আরও পড়ুন:
- 'তদন্তে স্থগিতাদেশ, শাহজাহানকে গ্রেফতারিতে নয়', স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের
- মঙ্গলবার মধ্যরাত থেকে পুলিশের ‘সুরক্ষিত হেফাজতে’ রয়েছেন শাহজাহান, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
- শাহজাহানের গ্রেফতারি নিয়ে সময়সীমা দিয়েও পিছু হটলেন কুণাল, পুলিশ ঠিক ধরবে বলে আস্থা প্রকাশ তৃণমূলের মুখপাত্রের