পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

কেন্দ্রীয় বাহিনীকে প্রলোভন দিয়ে ম্যানেজ করবে তৃণমূল, আশঙ্কা অধীরের - Congress

Adhir Ranjan Chowdhury: শুক্রবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ সেখানে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে কেন্দ্রীয় বাহিনীকে বিভ্রান্ত করতে তৃণমূল পুলিশকে ব্যবহার করতে পারে ৷ প্রলোভন দেখাতে পারে ৷

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 4:58 PM IST

কেন্দ্রীয় বাহিনীকে প্রলোভন দিয়ে ম্যানেজ করবে তৃণমূল, আশঙ্কা অধীরের

বহরমপুর, 1 মার্চ: কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশ বিভ্রান্ত করার চেষ্টা করবে বলে দাবি করলেন অধীররঞ্জন চৌধুরী । শুক্রবার বহরমপুরে এক সাংবাদিক বৈঠক থেকে এই বিস্ফোরক দাবি করেছেন তিনি ৷ তাঁর আরও দাবি, তৃণমূল নেতারা কেন্দ্রীয় বাহিনীকে মদ-মাংস খাইয়ে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবে । প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘আমি কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের সতর্ক থাকতে বলব । কেন্দ্র ও নির্বাচন কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করব ।’’

লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে ৷ শুক্রবার মুর্শিদাবাদে পৌঁছেছে ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । তিন কোম্পানি করে দু’টি জায়গায় তাদের রাখা হবে । প্রত্যেক থানায় রুটমার্চ করানো হবে । আগামী 7 মার্চ এই জেলায় আসছে আরও দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । বিভিন্ন স্কুলে তাঁদের থাকার ব্যবস্থা করা হচ্ছে । তার জন্য সংশ্লিষ্ট স্কুলগুলিতে ছুটি ঘোষণাও করা হচ্ছে । আপাতত আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর দখলে চলে যাবে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলা মুর্শিদাবাদ ।

তার আগেই কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন প্রলোভন দিয়ে ম্যানেজ করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী । এ দিন তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীকে প্রলোভন দেখাবে তৃণমূল । মদ-মাংস খাইয়ে টাকা দিয়ে তাদের ম্যানেজ করার চেষ্টা করা হবে । কেন্দ্রীয় বাহিনীকে আমি সতর্ক থাকতে বলব । কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জানিয়ে আমি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব ।’’

তিনি আরও বলেন, ‘‘ কেন্দ্র বাহিনীকে প্রলোভিত করার চেষ্টা করবে তৃণমূল নেতৃত্ব । কারণ, তৃণমূলের টাকার অভাব নেই । চুরির টাকা খাইয়ে সাধারণ কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করার চেষ্টা করা হবে । পুলিশ মিথ্যা কথা বলে কেন্দ্র বাহিনীকে ভুল বোঝাবে । কারণ, বুঝতে হবে কেন্দ্রীয় বাহিনীর নিচে আছে রাজ্য পুলিশ ।’’

একই সঙ্গে শেখ শাহজাহানকে নিয়ে কার্যত শুভেন্দু অধিকারীর সুরে সুর মিলিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । তিনি বলেন, ‘‘জেলখানা শাহজাহানের অপারেটিং সেন্টার হবে । কমান্ড অফিস হবে । জেলখানা থেকেই সব নিয়ন্ত্রণ করবে শাহজাহান ।’’

সিআইডির প্রশ্নের জবাব দিতে চাইছে না শেখ শাহজাহান । একই প্রশ্নের উত্তর বারবার দেব না বলে নাকি তিনি জানিয়েছে । এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, ‘‘শাহজাহান সিআইডির প্রশ্নের উত্তর দিতে জেলখানায় যায়নি । কারণ, প্রভু চাকরের প্রশ্নের উত্তর দেয় না । শেখ শাহজাহান জেলে গিয়েছে মাংস, পোলাও বিরিয়ানি খেতে । মমতা বন্দ্যোপাধ্য়ায় বলে দিয়েছেন, ভোট এলে তুমি জেল থেকেই সব নিয়ন্ত্রণ করো । এখন বিশ্রাম নাও ।’’

আরও পড়ুন:

  1. খালিস্তানি মন্তব্যের নিন্দা অধীরের, বিজেপির ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন বহরমপুরের সাংসদ
  2. রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট নয় কংগ্রেসের, অধীরের সুর সেলিমের গলায়
  3. রামের নামে রাজনীতি করছে বিজেপি, নাম না করে আক্রমণ অধীরের

ABOUT THE AUTHOR

...view details