পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'আর রাজনীতির কথা বলব না', ভোট দিয়ে বার্তা মিঠুনের; উঠল 'চোর' স্লোগান - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mithun Chakraborty: লোকসভা নির্বাচনের শেষ দফায় সাধারণের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। আর ভোট দিয়ে তাঁর স্পষ্ট বার্তা, তিনি অভিনয়ের জগতে ফিরে যাবেন ৷

Mithun Chakraborty
ভোট দিয়ে স্পষ্ট বার্তা মিঠুনের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 9:01 AM IST

Updated : Jun 1, 2024, 9:32 AM IST

কলকাতা, 1 জুন: লোকসভা ভোটের শেষ দফায় ভোট দিতে গিয়ে বড় বার্তা দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ ভোট দেওয়ার পরই মিঠুন জানিয়ে দিলেন, 30 তারিখ পর্যন্ত দল তাঁকে যে প্রচারের দায়িত্ব দিয়েছিল, তা তিনি পালন করেছেন ৷ এরপর তিনি শুধুই সিনেমার কথা বলবেন বলেও জানিয়ে দিলেন মিঠুন ৷ তবে বুথের বাইরে এদিন মিঠুনের গাড়ি ঘিরে ধরে 'চোর-চোর' স্লোগান দিতে দেখা গেল তৃণমূল কর্মী-সমর্থকদের ৷

ভোট দিয়ে স্পষ্ট বার্তা মিঠুনের (ইটিভি ভারত)

লোকসভা নির্বাচনের শেষ দফায় সাধারণের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। বেলগাছিয়ার 248 নম্বর বুথে এদিন সকালেই ভোট দিলেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে অভিনেতা। অভিনেতার সঙ্গে একই লাইনে দাড়িয়ে উচ্ছ্বসিত দেখাল সাধারণ মানুষকেও। ভোট দিতে এসে মেটালেন ভক্তদের সেলফি তোলার আবদারও। যদিও লাইনে দাঁড়ানোর সময় ওই বুথেই আসেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবিকা চক্রবর্তী। আর তিনি এসে অভিযোগ করেন, মিঠুন চক্রবর্তী এসে এখানকার ভোটারদের প্রভাবিত করছেন। সেই বিষয় মিঠুন বলেন, "আমি লাইনে দাড়িয়ে ভোট দিয়েছি ৷ এই বিষয়ে আমি কিছু বলব না। আমি কাউকে চিনি না ৷"

এর সঙ্গেই তিনি বলেন, "আমাকে দল 30 তারিখ পর্যন্ত দায়িত্ব দিয়েছিল ভোটের প্রচারের জন্য ৷ এখন আমি আবার অভিনয়ে ফিরে যাব। এবার ফিল্ম নিয়েই কথা বলব ৷" তবে উনি বেরিয়ে যাবার সময় ওই বুথের বাইরে দাঁড়িয়ে থাকা বেশকিছু তৃণমূল কর্মী-সমর্থকরা মিঠুন চক্রবর্তীর গাড়ি ঘিরে চোর চোর শ্লোগান তোলে ৷

Last Updated : Jun 1, 2024, 9:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details