রানাঘাট, 22 এপ্রিল: এতদিন সিএএ নিয়ে বারবার সরব হয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ রবিবার রানাঘাটের নির্বাচনী সভা থেকে প্রথমবার সিএএ'কে সমর্থন করার কথা জানালেন তিনি ৷ তবে তাঁর জন্য বেঁধে দিলেন শর্তও ৷ অভিষেক এ দিন বলেন, "যারা সিএএর জন্য আবেদন করছেন তাদের সাতদিনের মধ্যে নাগরিকত্ব দিন ৷ আর বিজ্ঞপ্তি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক যদি বলে সিএএর পর এনআরসি হবে না, তাহলে আমি সিএএকে সমর্থন করব ৷ আমি বুক ঠুকে বলে গেলাম ৷"
আগামী 13 মে নদিয়ার কৃষ্ণনগর এবং রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে রবিবার নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের দত্তপুলিয়া গার্লস হাইস্কুলে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এ দিনও সিএএ নিয়ে সরব হন তিনি ৷ তাঁর কথায়, "বিজেপির নেতারা বলছে সিএএ জন্য আবেদন করুন, বিজেপির কোনও নেতার সিএএর জন্য আবেদন করেছে ? সিএএর জন্য আবেদন করার আগে আপনাকে ঘোষণা করতে হবে আমি বাংলাদেশি ৷ সঙ্গে সঙ্গে আপনার রেশন, আধার, ভোটার কার্ড বাতিল করে দেবে কেন্দ্রীয় সরকার ৷"
গেরুয়া শিবিরকে আক্রমণ করে অভিষেক বলেন, "বিজেপি জুমলাবাজেদের দল ৷ ভাঁওতাবাজি, প্রতারণা করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় ৷ বিজেপির মাথার চুল থেকে পায়ের নখ সব দু'নম্বরী ৷ কোনও সভ্য লোক বিজেপি করে না ৷" এনআরসি নিয়ে তিনি অভিযোগ করেন, "আপনাকে প্রথমে ঘোষণা করতে হবে আমি পাকিস্তানি অথবা আফগানিস্তানি । এরপর পরীক্ষা-নিরীক্ষা হবে । এনআরসি করে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে । ঠিক যেমনটা অসমে হয়েছে । আর আমরা থাকতে এটা হতে দেব না ।"