কালীগঞ্জ, 5 মে:জনগণ ভোট দিয়ে যাঁকে সংসদে পাঠিয়েছিল, তাঁকে সংসদ থেকে বের করে দিয়েছে বিজেপির সরকার ৷ তার এ বার জবাব দেওয়ার পালা ৷ কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে প্রচারে গিয়ে এ কথা মনে করিয়ে দিয়ে বিদায়ী সাংসদকে আবারও সংসদে পাঠানোর আর্জি জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
তাঁর অভিযোগ, মহুয়া 'মোদি সরকারের চেহারাটা প্রকাশ্যে এনেছেন' বলেই তাঁকে কোনও তদন্ত ছাড়াই বহিষ্কার করা হয়েছে ৷ অথচ সংসদে ধোঁয়া-হামলার মতো গুরুতর বিষয়ে বিজেপি সাংসদের নাম জড়ালেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি ৷ তাই অভিষেকের আহ্বান, 'মোদির পুতুল' অমৃতা রায়কে নয়, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত সৈনিক' মহুয়া মৈত্রকে আগের থেকেও বেশি ব্যবধানে জয়ী করুক কৃষ্ণনগরের জনতা ৷
রবিবার কালীগঞ্জের সভার শুরু থেকেই সাংসদ থাকাকালীন মহুয়া মৈত্রের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন অভিষেক ৷ তিনি বলেন, "আপনারা পাঁচ বছর সংসদে মহুয়া মৈত্রের পারফরম্যান্স দেখেছেন ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত সৈনিক ৷ গত পাঁচ বছরে তিনি যে ভাবে মোদি সরকারের চেহারা প্রকাশ্যে এনেছে, তাতেই ওদের গায়ে জ্বালা ধরেছে ৷"
মহুয়ার সাংসদ পদ খারিজের কথা তুলে অভিষেকের প্রশ্ন, "কোনও তদন্ত হয়েছে ? প্রমাণ এসেছে ? বলছে পাসওয়ার্ড শেয়ার করেছে । বিজেপি নেতা, বিজেপি সাংসদদের সইয়ের পরে সংসদে ঢুকে সুরক্ষাবলয়ে লোক ঢুকেছে । যাঁদের জন্য সুরক্ষা বিপাকে পড়ে গিয়েছিল, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা হয়েছে ? বিজেপির নেতা বলেছেন মোল্লা, বাঙালিদের বলছে রোহিঙ্গা, মুসলমানদের বলছে পাকিস্তানি । ভারতে যাঁরা হিংসার বীজ বপন করছে, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি প্রধানমন্ত্রী ।"