কলকাতা, 10 মে: মনোনয়ন জমা দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও সন্দেশখালির মতো রাজ্যের একাধিক ইস্যুতে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়ে জবাব দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী ৷
রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে অভিষেকের বক্তব্য:
"এই যে উনি নাটকের মতো সিসিটিভি ফুটেজ দেখিয়েছেন, তাতে অভিযোগকারিণীকে আরও অসম্মানিত করেছেন ৷ একটা মহিলার উপর শ্লীলতাহানি করার পর যখন তিনি কাঁদতে কাঁদতে পুলিশের আউটপোস্টে যাচ্ছেন অভিযোগ জানাতে, সেই ভিডিয়ো জনসমক্ষে দেখাচ্ছেন ? আপনি করিডোরের ভিডিয়ো দেখান না ৷ ক্ষমতা থাকলে আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে তখনকার ভিডিয়ো প্রকাশ্যে আনুন ৷ তৃণমূলকে দেখাতে হবে না, আপনি সংবাদমাধ্যমের নির্বাচিত প্রতিনিধিদের দেখান ৷ আইনে আপনার বিরুদ্ধে কিছু করা যায় না বলে আপনি যা খুশি করবেন ? আপনি আইনের উর্ধ্বে ! একটি মেয়ের বয়সি মেয়েকে শ্লীলতাহানি করছেন ৷ রাজভবনে মেয়েটি যখন আপনার কেবিন থেকে বেরোচ্ছেন, তখনকার ফুটেজ বের করুন ৷ আমার বিরুদ্ধে যদি কোনও অভিযোগ ওঠে, তাহলে তা মিথ্যা প্রমাণ করতে তো আমি সব জায়গার ফুটেজ দেখাব ৷ ওনার এসব নাটক ৷"
তৃণমূলের রাজভবনে প্রবেশে রাজ্যপালের 'না' মন্তব্যে অভিষেকের পালটা:
"বাংলার কেউ যাবে না রাজভবনে ৷ আপনি রাজ্যপাল নামের কলঙ্ক ৷ অনেক রাজ্যপাল আমরা দেখেছি ৷ বাংলা বিরোধীও দেখেছি ৷ এর আগে জগদীপ ধনকড় ছিল, তাঁকেও আমরা দেখেছি ৷ কিন্তু এত নীচে একজন নামতে পারে ? চাকরি দেওয়ার নাম করে একটা মেয়ের বয়সি মেয়ের শ্লীলতাহানি করছেন ৷ উনি রাজ্যের সাংবিধানিক প্রধান বলে তো আইনের উর্ধ্বে নয় ৷ আইন সবার জন্য এক ৷ জেনে বা অজান্তে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও ভুল হয়ে থাকলে, ক্ষমা চান মানুষের কাছে ৷ ক্ষমা চাইলে কেউ ছোট হয় না ৷"