কলকাতা, 12 ফেব্রুয়ারি: অবশেষে জল্পনার অবসান । প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ফিরলেন কংগ্রেসে ৷ বুধবার প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত থেকে দলীয় পতাকা নিয়ে কংগ্রেসে যোগ দেন তিনি ।
আজ কংগ্রেসে যোগদানের পর অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "রাহুল গান্ধির নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসকে শক্তিশালী করার লড়াইয়ে সামিল হয়েছি । কংগ্রেসের হাত শক্ত করতে আমি বদ্ধপরিকর ।"
'হাত' ধরে ঘরে ফিরলেন প্রণব-পুত্র (নিজস্ব চিত্র) প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, "আমাদের দল থেকে বিধায়ক, সাংসদ, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন তিনি । তিনি আজ আমাদের দলে নতুন ভাবে যুক্ত হচ্ছেন । অভিজিতের আর একটি পরিচয় রয়েছে । তিনি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র । তিনি আমাদের দলে এসে, আমাদের নীতি-আদর্শের সঙ্গে যুক্ত ছিলেনই, এখান থেকেই স্কুলিং, যাত্রা শুরু । কিছুদিন ছিলেন না আমাদের সঙ্গে । অন্য দলের সঙ্গে যুক্ত হন । সেখান থেকে আজ ফের দলের পতাকা গ্রহণ করছেন তিনি ।"
এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ প্রদীপ ভট্টাচার্য, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক তথা বিধায়ক গুলাম আহমেদ মীর, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সেক্রেটারি তথা পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অম্বা প্রসাদ, আসাফ আলি খান প্রমুখ ।
কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, অভিজিৎ মুখোপাধ্যায়ের ঘরে ফেরা প্রদেশ কংগ্রেসকে শক্তিশালী করেছে । বীরভূম, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের কংগ্রেসের শক্তি বৃদ্ধি পাবে । একইভাবে কংগ্রেসের সমস্ত প্রাক্তনীদের জন্য দরজা-জানলা খোলা আছে । ঘরে ফিরতে চাইলেই ঘরে ফিরতে পারেন । কংগ্রেসে যোগদান করতে পারেন ।
দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বাবার দেখানো পথে রাজনীতিতে এসেছিলেন । সাংসদ ও বিধায়কের দায়িত্ব সামলেছেন । তবে 2021 সালের 5 জুলাই তৃণমূলে যোগ দেন অভিজিৎ । চার বছর পর তৃণমূল ছেড়ে ফের হাত শিবিরে যোগ দিলেন তিনি । এর আগে, তিনি 2014 সালে কংগ্রেসের টিকিটে জঙ্গিপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হন । কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের কাছে হেরে যান ।