পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার আগে রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্নে মুখ্যমন্ত্রীকে নিশানা অভিজিতের - Abhijit Gangopadhyay slams Mamata

Abhijit Gangopadhyay: শনিবার শিলিগুড়িতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই জনসভায় উপস্থিত থাকবেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বিজেপিতে যোগদানের পর এটাই তাঁর প্রথম রাজনৈতিক কর্মসূচি ৷ সেই সভায় যোগ দেওয়ার আগে তিনি রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন ৷

Abhijit Gangopadhyay
Abhijit Gangopadhyay

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 1:39 PM IST

Updated : Mar 9, 2024, 8:20 PM IST

প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার আগে রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্নে মুখ্যমন্ত্রীকে নিশানা অভিজিতের

শিলিগুড়ি, 9 মার্চ: রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । শনিবার শিলিগুড়িতে এসে তিনি বললেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে পুরো ব্যর্থ । গোল্লা পাবেন তিনি ।"

সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আর যোগদানের পর শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে কলকাতা থেকে বিমানে বাগডোগরা পৌঁছান তিনি । বিজেপিতে যোগদানের পর এটাই তাঁর প্রথম রাজনৈতিক কর্মসূচি । আর উত্তরবঙ্গের মাটিতে পা রেখেই প্রশাসন ও রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

এ দিন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, আমি সেই দায়িত্ব পালন করব । রাজ্যের আইন-শৃঙ্খলার সাংঘাতিক খারাপ অবস্থা । রাজ্যে আইন-শৃঙ্খলা নেই । পুলিশ সাধারণ মানুষকে কিভাবে হেনস্থা করছে । আর সেটা উপরমহলের নির্দেশে করছে । এটাকে কী আইনশৃঙ্খলা বলে ? সাধারণ মানুষের রোষ, ক্ষোভ সামাল দিতে পারছে না ।"

এরপর সংবাদমাধ্যমের পক্ষে সওয়াল করেন তিনি । অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "সাংবাদিকরা তুলে ধরলে সাংবাদিকদের উপর হামলা করা হচ্ছে । এটা চূড়ান্ত অগণতান্ত্রিক ব্যবস্থা । আমি মনে করি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি রয়েছে ।"

সন্দেশখালি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ও শাসক দলকে আক্রমণ করে বলেন, "সন্দেশখালিতে যা হয়েছে, মুখ্যমন্ত্রী একদিনও যাননি । সেখানকার সাংসদ গানবাজনা করে বেড়াচ্ছেন । রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে ব্যর্থ । তিনি গোল্লা পাবেন ।" লোকসভা নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, "যদি নির্বাচন অবাধ হয় ৷ যদি রিগিং না হয়, তাহলে বিজেপি অসম্ভব ভালো ফল করবে । এমনকি তৃণমূল পিছিয়ে পড়তে পারে ।" এ দিন প্রধানমন্ত্রীর জনসভায় সুযোগ পেলে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পালটা কটাক্ষ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । তিনি বলেন, "অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতি করছেন পাঁচদিন । তাঁর কথার কোনও গুরুত্ব দিতে চাই না । তিনি কোনোদিন মানুষের সঙ্গে মেশেননি । সেই সুযোগ তাঁর ছিল না । এখন বিজেপি করছেন । বিজেপি ক্ষমতায় না থাকলে বা ক্ষমতাচ্যুত হলে কি তিনি বিজেপিতে থাকবেন ? এখন তিনি শেখানো কথা বলছেন । আমি বিনীতভাবে বলব, তিনি আগে রাজনীতির পাঠটা ঠিকভাবে শিখুন ।"

আরও পড়ুন:

  1. নাম ঘোষণার আগেই অভিজিতের সমর্থনে নন্দীগ্রামে দেওয়াল লিখন বিজেপির
  2. বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে উৎখাতের হুঙ্কার অভিজিতের, পালটা কটাক্ষ অভিষেকের
  3. 'সবচেয়ে বড় দালাল', কটাক্ষ ছুড়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজনীতির ময়দানে চ্যালেঞ্জ কল্যাণের
Last Updated : Mar 9, 2024, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details