বারাসত, 29 মার্চ: প্রার্থী পদ নিয়ে অভিযোগ আগেই উঠছিল ! এ বার সবকিছুকে ছাপিয়ে বিজেপির বিতর্কিত বিধায়ক প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে নালিশ জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিলেন দলেরই দুই নেতা-নেত্রী । ফলে স্বপনের প্রার্থী পদ ঘিরে দলের অভ্যন্তরে চাপ আরও বাড়ল ।
এর আগে বিজেপির এই বিধায়ক প্রার্থীর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় 'মাদক কারবার'-এর অভিযোগ তুলে সরব হয়েছিল দলেরই একটি অংশ। শুধু তাই নয়, মাদক মামলায় অভিযুক্ত বিজেপি নেতা স্বপন মজুমদারকে যে অসম আদালত 10 বছরের সাজা দিয়েছিল তার পেপার কাটিংও তুলে ধরে সাঁটানো হয়েছিল জেলা কার্যালয়ে । স্বভাবতই তাঁর প্রার্থী পদ ঘিরে ঘরে-বাইরে ক্রমশ চাপ বাড়ছিল । তবে, সে সব যেন ছাপিয়ে গেল দলের দুই নেতা সরাসরি স্বপন মজুমদারের বিরুদ্ধে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে নালিশ জানানোয় ।
দেশের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে পাঠানো চিঠিতে মাদক পাচার-সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে। এ বার বিজেপির যে দুই নেতা জাতীয় নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়েছেন তাঁরা হলেন উৎপলা বিশ্বাস এবং সুভাষচন্দ্র রায় । দু'জনেই নিজেদের চিকিৎসক বলে দাবি করেছেন । ই-মেল মারফত বৃহস্পতিবার বিজেপির এই দুই চিকিৎসক নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে একগুচ্ছ প্রশ্ন তুলে জাতীয় নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।
জাতীয় নির্বাচন কমিশনারের উদ্দেশে দেওয়া চিঠিতে বিজেপি নেত্রী উৎপলা বিশ্বাস ও বিজেপি নেতা সুভাষচন্দ্র রায় দলের এই প্রার্থীর বিরুদ্ধে বেশকিছু প্রশ্ন তুলেছেন । 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় নির্বাচন সংক্রান্ত হলফনামায় স্বপন মজুমদার মাদক মামলার গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়েছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা ৷ একইসঙ্গে, সেই বছরের বিধানসভা নির্বাচনে পেশ করা হলফনামায় স্বপন মজুমদার দাবি করেছিলেন, তাঁর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ । সেখানে যে শংসাপত্রটি দেওয়া হয়েছে সেটিও জাল বলে সন্দেহ এই দুই বিজেপি নেতার ।