পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

ছবির প্রচারে তিলোত্তমায় বিদ্যুৎ, অনুরাগীরদের ভালোবাসার আঁচে আপ্লুত 'কম্যান্ডো' - কলকাতায় বিদ্যুৎ জামাল

বি-টাউনে অ্যাকশন ও স্টান্ট হিরোদের নাম এলে তাঁর নাম থাকে উপরের সারিতেই ৷ ফলে 'কম্যান্ডো বা 'খুদা হাফিজ'-এর মতো ছবি বক্সঅফিসে আলাদা ছাপ ফেলে ৷ তিনি বিদ্যুৎ জামাল ৷ মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'ক্র্যাক' ৷ 23 ফেব্রুয়ারি মুক্তি পাওয়া এই ছবির প্রচারেই কলকাতা ঘুরে গেলেন অভিনেতা ৷

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 3:29 PM IST

মুক্তি পেয়েছে বিদ্যুৎ জামাল অভিনীত 'ক্র্যাক' ৷ ছবির প্রচারে কলকাতা ঘুরে গেলেন 'খুদা হাফিজ' অভিনেতা ৷
টু-ইন ওয়ান রঙের ব্লেজার, সাদা টি-শার্ট ৷ চোখে কালো সানগ্লাস ৷ ফিট বিদ্যুৎ-এর স্টাইলিশ এন্ট্রি ৷
মুম্বইয়ের তারকাকে কাছে পেয়ে আপ্লুত অনুরাগীরা ৷
নাচ-গান হুল্লোড়ের পাশাপাশি চলল, ছবির প্রোমোশনও ৷
তারই মাঝে চিত্র সাংবাদিকদেক অনুরোধে বেশ কিছুক্ষণ চলে ফটো সেশনও ৷ ৷
যতটা সময় অভিনেতা বিদ্যুৎকে কাছে পেয়েছেন অনুরাগীরা, ততক্ষণ উপভোগ করেছেন ৷
প্রোমোশন শেষে সেলফি আবদার ৷ তাও হাসি মুখে মেটালেন বিদ্যুৎ ৷
ব্যস এই পর্যন্তই ৷ ফটো সেশন শেষে অনুরাগীদের ভালোবাসায় তৃপ্ত বিদ্যুৎ ৷ যা তাঁর হাসি দেখে স্পষ্ট ৷

ABOUT THE AUTHOR

...view details