পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

রবিবার 'মোদিবার', মন্দির দর্শন থেকে স্কুবা ড্রাইভ; একনজরে প্রধানমন্ত্রী দিননামচা

রবিবার ঘটনাবহুল দিন কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গুজরাতের সুদর্শন সেতু উদ্বোধন থেকে ভেত দ্বারকায় শ্রী কৃষ্ণের পুজো, দিনভর ব্যস্ত থাকলেন মোদি ৷ সারাদিন কী কী করলেন, সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী ৷ যা নিমেষে ভাইরাল নেটপাড়ায় ৷

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 7:16 PM IST

রবিবার দেশের দীর্ঘতম কেবল-স্টেড ব্রিজ সুদর্শন সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি ৷
979 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চার লেনের এই সেতু ৷
গুজরাতের বিখ্যাত কৃষ্ণ মন্দির এটি, যা গোমতী নদী ও আরব সাগরের সঙ্গমে অবস্থিত ৷
এরপর প্রধানমন্ত্রী দ্বারকাধীশ মন্দিরে পুজোও দেন ৷
দ্বারকাধীশ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহান তীর্থস্থানের মধ্যে একটি ৷
মন্দিরের প্রধান দেবতা ভগবান শ্রী কৃষ্ণ ৷ সেখানে বিশেষ পুজো মোদির ৷
সকলের সুখ-শান্তি-সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন বলে সোশাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রীর ৷
এরপর তিনি স্কুবা ড্রাইভে অংশ নেন ৷ সেখানে নিমজ্জিত দ্বারকা নগরীতে প্রার্থনা মোদির ৷
গেরুয়া রঙের পোশাকে হাতে ময়ূরের পালকের গোছা নিয়ে নামেন সমুদ্রের নীচে ৷
তিনি দেখা করেন দ্বারকার স্বামী শ্রী সদানন্দ সরস্বতীজি মহারাজ শ্রী-র সঙ্গে ৷ আদি শঙ্করাচার্য মোদির হাতে তুলে দেন একটি রেপ্লিকা ৷

ABOUT THE AUTHOR

...view details