আর মাত্র কয়েকটি দিন পর আসতে চলেছে 24 ফেব্রুয়ারি। তিন বছর আগে ঠিক এদিনই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাতের শুরু হয়েছিল। সংঘাতের চতুর্থবর্ষ শুরু হচ্ছে। আমেরিকায় রাজনৈতিক পালাবদল ঘটে গিয়েছে। এমতাবস্থায় শান্তির বার্তা দিয়েছেন ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি । ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মর্গানকে দেওয়া সক্ষাৎকারে তিনি জানান, রাশিয়া এবং ইউক্রেনের সংঘাত শেষ করার একমাত্র পথ যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করা হয় তাহলে তাতে তিনি রাজি । তবে ওই বৈঠকের আগে তিনি হোয়াইট হাউজের নতুন বাসিন্দা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান বলেও জানিয়েছেন ।
ট্রাম্প অবশ্য জানিয়েছেন, তাঁর সঙ্গে টেলিফোনে পুতিনের কথা হয়েছে। সেখানেও তিনি যুদ্ধ শেষ করার বার্তা দিয়েছেন। ঠিক কতবার দুই নেতার কথা হয়েছে তা অবশ্য বলেননি ট্রাম্প। তবে তাঁকে বলতে শোনা গিয়েছে, "প্রতিদিন মানুষের প্রাণ যাচ্ছে। ইউক্রেনের জন্য এই যুদ্ধ ভালো নয় । আমি যে কোনও উপায় এই যুদ্ধ শেষ করতে চাই।" অন্যদিকে, জেলেনস্কি মনে করেন, তাঁদের বাদ রেখে যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়া সংঘাত শেষ করার চেষ্টা হচ্ছে । তাঁর কথায়, "আমাদের সমস্যা আমাদের অন্ধকারে রেখে অন্য কেউ সমাধান করে দেবে সেটা হতে পারে না।"
তিন বছর ধরে চলতে থাকা যুদ্ধে অনেক পরিবর্তন এসেছে। প্রযুক্তির দিক থেকেও এসেছে বিরাট বদল। বদলেছে কৌশলও। ভারত-সহ বেশ কয়েকটি দেশের এই যুদ্ধ এবং তার হাত ধরে থাকা পরিবর্তন থেকে শিক্ষা নেওয়া উচিত। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম দুটি রাষ্ট্র এভাবে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হল।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে ইউক্রেনের সেনা বাহিনীকে আমেরিকা এবং ন্যাটো বাহিনী প্রশিক্ষণ দিয়েছিল। রাশিয়া জানত, আফগানিস্তান এবং জর্জিয়ায় তারা যেভাবে যুদ্ধ করেছে তার থেকে ইউক্রেনের অভিজ্ঞতা আলাদা হতে চলেছে। রাশিয়ার প্রথমে মনে হয়েছিল ইউক্রেনের বাহিনী প্রশিক্ষিত নয় বলে তাদের পক্ষে রাজধানী কিভে পৌঁছে যাওয়া তেমন সমস্যার বিষয় হবে না। কিন্তু তা হয়নি । প্রথম থেকেই ইউক্রেন রাশিয়াকে প্রতিহত করতে তৎপর ছিল। আর তার জেরে দু'পক্ষের বহু মানুষের প্রাণ যায় ।
শুরুর সময় থেকেই দু'পক্ষ নানা শিক্ষা পেয়েছে । রাশিয়া বুঝতে পেরেছিল, তাদের ভাবনায় বদল আনার সময় এসেছে। অস্ত্র ব্যবহার ক্ষেত্রে বদল আনা দরকার মানসিকতায়। কারণ,শুধুমাত্র কৌশলের সাহায্যে প্রতিপক্ষ অ্য়ান্টি ট্যাঙ্ক হাতিয়ারের সাহায্য়েই বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। এই ভাবনা থেকেই যুদ্ধের কৌশলে বদল আনে তারা। যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্কে বদল আসে । পাশাপাশি সেনা বাহিনীর প্রয়োজন এমন বেশ কিছু সামগ্রী উৎপাদনেও মন দিতে হয় তাদের। ইউক্রেনকে অস্ত্র দিয়েছিল ন্যাটো। কিন্তু কার্যক্ষেত্রে জেলেনস্কিরা বুঝলেন, সেই সব অস্ত্রের বেশিরভাগই তাঁদের ব্যবহারের উপযুক্ত নয়। পাশাপাশি রাশিয়ার কৌশলও মাঝেমধ্যে ইউক্রেনের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে।
ড্রোন-প্রযুক্তির দিক থেকে রাশিয়া আমেরিকার থেকে অনেকটা পিছিয়ে। যুদ্ধ শুরু হওয়ার সময় এই বিষয়টি প্রভাব ফেলেছিল। আমেরিকা আফগানিস্তানে উচ্চ-প্রযুক্তির ড্রোন ব্যবহার করত। রাশিয়ায় সেই সমস্ত ড্রোন ব্যবহার করে সাফল্য পেয়েছে ইউক্রেন। রাশিয়া 2019 সালে ল্যানসেট ড্রোন তৈরি করেছিল । 2022 সালে যুদ্ধ শুরুর সময়ও ড্রোনের উপর পরীক্ষার কাজ চলছিল। অতএব ড্রোনের সংখ্যা খুব একটা বেশি ছিল না। কিন্তু এর ব্যবহার ছাড়া যে যুদ্ধে সুবিধেজনক অবস্থায় থাকা যাবে না তা বুঝতে পুতিনদের খুব একটা বেশি সময় লাগেনি। তারা ল্যানসেট ড্রোনের উৎপাদন একলপ্তে অনেকটা বাড়িয়ে দেয় । তার আগে পর্যন্ত ইরানের ড্রোন কাজে লাগাচ্ছিল রাশিয়া ।
ইউক্রেন এস300 অ্য়ান্টি এয়ারক্র্যাফ্ট মিসাইল নিয়ে যুদ্ধ করছিল। তার ফলে রাশিয়াকে বাধ্য হয়ে অনেকটা দূর থেকে গ্লাইড বোমা নিক্ষেপ করতে হয়েছে। যুদ্ধ শুরুর বেশ কয়েক বছর আগে শব্দ-তরঙ্গের সাহায্যে 2018 সাল থেকে রাশিয়া পেনিসিলিন কাউন্টার ব্যাটারি আর্টিলারি সিস্টেমের পরীক্ষা চালিয়ে আসছিল। এমতাবস্থায় গ্লাইড বোমা সব প্রয়োজন মেটাতে পারছিল না। বাধ্য হয়ে আর্টিলারি সিস্টেমের ব্যবহার বাড়ায় রাশিয়া। পাশাপাশি বাড়ে পরীক্ষাও । 2023 সাল থেকে এই অস্ত্রের ব্য়বহার হচ্ছে যুদ্ধে ।